খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
Khabor Sojasuji Logo_200x120
চোখে চোখ রেখে কথা বলে !!!

অটুট থাকুক প্রাণের স্পন্দন, শান্ত পৃথিবীকে সবুজ অভিনন্দন

“অটুট থাকুক প্রাণের স্পন্দন, শান্ত পৃথিবীকে সবুজ অভিনন্দন”– এই স্লোগানকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে শহর বর্ধমানে পালিত হল বনমহোৎসব-২০২৩

একটু ছায়ার সন্ধানে প্রায় সমস্ত মানবজাতি ঘুরে বেড়াচ্ছে চারিদিকে।কিন্তু গাছ কেটে তৈরি করা হচ্ছে কংক্রিটের জঞ্জাল। তাই যত দিন যাচ্ছে তাপমাত্রা বাড়তে থাকছে। বৃক্ষরোপণ কর্মসূচিকে সামনে রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু’নম্বর ব্লকের হাটগোবিন্দপুর এমসি হাইস্কুলে পালিত হল বনমহোৎসব। এই বছর বনমহোৎসবের ট্যাগলাইন হল “অটুট থাকুক প্রাণের স্পন্দন,শান্ত পৃথিবীকে সবুজ অভিনন্দন।” আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান উত্তরের বিধায়ক নিশীথ কুমার মালিক, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি,রায়নার বিধায়ক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদায়ী সভাধিপতি শম্পা ধাড়া,পূর্ব বর্ধমান জেলা পরিষদের বিদায়ী সহকারি সভাধিপতি দেবু টুডু, ডিস্ট্রিক্ট ফরেস্ট অফিসার নিশা গোস্বামী সহ প্রশাসনিক আধিকারিক বৃন্দ। রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ মন্ত্রী স্বপন দেবনাথ বলেন,” মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পালিত হল বনমহোৎসব।আজ প্রায় দুই লক্ষ গাছ আমরা এখান থেকে বিতরণ করলাম।”

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts