খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
Khabor Sojasuji Logo_200x120
চোখে চোখ রেখে কথা বলে !!!

এ কেমন স্বাধীনতা ?

এ কেমন স্বাধীনতা ?

রক্তক্ষয়ী বহু সংগ্রামের মধ্য দিয়ে শত সহস্র লাশের বিনিময়ে ১৯৪৭ সালের ১৫ আগষ্ট আমরা পেলাম স্বাধীনতার প্রথম স্বাদ।আজ আমরা ধুমধাম করে মহাসমারোহে স্বাধীনতার ৭৬ বছর উদযাপন করছি।কিন্তু প্রশ্ন,কোথায় গেল আমাদের সেই কাঙ্খিত স্বাধীনতা?স্বাধীনতার ৭৬ বছর পরেও আমার দেশের মা বোনেদের সম্মান নিয়ে চলছে ছেলে খেলা।প্রতিনিয়ত লুন্ঠিত হচ্ছে তাদের সম্ভ্রম।ধর্ষিত হচ্ছে আমার মা বোনেরা। চলছে বাক স্বাধীনতায় হস্তক্ষেপ।ক্ষুণ্ণ হচ্ছে স্বাধীন মতপ্রকাশের অধিকার।বিভিন্ন ভাবে বিরুদ্ধ মতের কন্ঠস্বর রুদ্ধ করার চেষ্টা হচ্ছে প্রতিনিয়ত।রাজনৈতিক হিংসায় প্রাণ যাচ্ছে কত নিরীহ মানুষের।আজও জ্বলছে মণিপুর,অশান্ত হরিয়ানা।সাম্প্রদায়িক হিংসার আগুনে পুড়ে মারা যাচ্ছে সাধারণ মানুষ।আর রাজনীতির কারবারিরা সেই আগুনে রুটি সেঁকতে ব্যস্ত।মানুষের জীবন তাদের কাছে তুচ্ছ।মা বোনেদের সম্মান রক্ষার্থে নেই কোনও দৃঢ় পদক্ষেপ।হাতে গোনা কয়েকজন ধনীর সম্পত্তি ক্রমশ বাড়ছে,আর গরিব আরও গরিব হচ্ছে। বেকারত্বের জ্বালায় জ্বলছে যুব সমাজ। নেই কোনও কর্মসংস্থানের দিশা।স্বাধীনতার ৭৬ বছর পরেও এখনও দেশের অনেক মানুষের মাথার উপর ছাদ নেই,দুবেলা দুমুঠো ভাত জোটে না বহু মানুষের।তাই তো মনে প্রশ্ন জাগে,এ কেমন স্বাধীনতা?এই স্বাধীনতাই কি আমরা চেয়েছিলাম?কবির কথায় বলতে ইচ্ছে করে “এ কোন সকাল,রাতের চেয়েও অন্ধকার ?”

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts