খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
Khabor Sojasuji Logo_200x120
চোখে চোখ রেখে কথা বলে !!!

কবিতা সন্ধ্যার ৪৬২ তম মাসিক সভা বর্ধমান জেলা গ্রন্থাগারে

সংবাদদাতা -আলিফ ইসলাম: বর্ধমান শহরে কবিতার অন্যতম পীঠস্থান ১৯৮৭ সাল থেকে পথ চলা কবিতা সন্ধ্যার ৪৬২ তম মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হল আজ রবিবার ৩০ জুলাই পূর্ব বর্ধমান জেলা গ্ৰন্থাগারে। প্রায় চল্লিশ জন সাহিত্য প্রেমী ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন আজকের এই মহতী সাহিত্য সভায়। সভার সূচনা পর্বে দুই গুণী ব্যক্তিত্ব কবিতা সন্ধ্যার প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত কবি অজিত ভট্টাচার্য্য এবং সদ্য প্রয়াত গুণী সাধক সাধন দাস বৈরাগী কে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। কবিতার সন্ধ্যার সভাপতি শ্যামল বারুরী উপরিউক্ত দুই গুণী ব্যক্তিত্বের উপর আলোকপাত করেন। এছাড়া কবিতা কি এবং কবিতা কাকে বলে প্রসঙ্গে সভাপতি মনোজ্ঞ আলোচনা করেন। সভাপতি শ্যামল বারুরী,সম্পাদক কুশল দে, আজকের সাহিত্য সভার আহ্বায়িকা রীতা বসু ধর,বসন্ত পাল, প্রমুখ মঞ্চাসীন গুণীজনের উপস্থিতিতে সুব্রত মজুমদার, বিশ্বজিৎ ভট্টাচার্য ও পার্থ সারথি ব্যানার্জীর সঞ্চালনায় লক্ষণ দাস ঠাকুরা, সুষমা মিত্র, নমিতা রাউত, রুনু শাম, নারায়ণ চন্দ্র পাল, কল্পনা রায়, ভবতোষ দাস,তাপস ভূষণ সেনগুপ্ত, সেখ হাসানুজ্জামান, সেখ জাহাঙ্গীর, ডাঃ সেখ সাবের আলি, সুফি রফিক উল ইসলাম, অশোক বর্মন, কুমুদ বন্ধু নাথ, সত্যজিৎ ভট্টাচার্য্য, চৈত্র কুমার প্রামানিক, সৌম্য পাল, সব্যসাচী বক্সী, সুভাষ বসু, সুকুমার মালিক, দেবলীনা খান্না, করবী রায়, মানস দত্ত,সঞ্জয় চট্টোপাধ্যায়, রথীন পার্থ মন্ডল প্রমুখ কবিতা পাঠ করেন।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts