খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
Khabor Sojasuji Logo_200x120
চোখে চোখ রেখে কথা বলে !!!

রাস্তার ধারে মরণ ফাঁদ! বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়ে সারি সারি মরা গাছ ! বড়সড় দুর্ঘটনার আশঙ্কায় শঙ্কিত পথ চলতি মানুষজননিজস্ব

নিজস্ব প্রতিনিধি, ধনেখালি : হুগলি জেলার ধনেখালি ব্লকের গুড়াপ থানার অন্তর্গত খানপুর জৌগ্রামমোড় থেকে গুড়াপ যাবার পথে এবং খানপুর জৌগ্রামমোড় থেকে বালিডাঙ্গা যাবার পথে রাস্তার দু’ধারে বিপজ্জনক অবস্থায় সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে বেশ কিছু বড় বড় শুকনো মরা গাছ।তার ডালপালা কবে কার ঘাড়ে ভেঙ্গে পড়বে, কেউ জানে না। মাঝে মধ্যে যে দু’চারখানা ভাঙ্গে না,তা নয়।গাছগুলি অবিলম্বে কাটা উচিত বলে মনে করেন স্থানীয় মানুষ জন। কিন্তু গাছ আর কাটা হয় না।এখন এই বর্ষার সময় আতঙ্ক আরও বাড়ছে।এই বর্ষার সময় গাছগুলি ভেঙ্গে পড়ার আশঙ্কায় পথ চলতি মানুষ।ঝড় জলে মাথায় ডাল ভেঙ্গে পড়ার আতঙ্ক নিয়েই এই পথ দিয়ে চলাফেরা করেন এলাকার বাসিন্দারা।ভয়ে ভয়ে পথ চলতে হচ্ছে স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে পথ চলতি মানুষদের।যখন তখন গাছের ডালপালা আছড়ে পড়ছে রাস্তার ওপর। যেকোনও সময় ঘটতে পারে বড়সড় বিপদ, আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।যাতায়াতের সময় গাছ ভেঙ্গে পড়লে বা গাছের ডালপালা ভেঙ্গে পড়লে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।মরা গাছগুলি যাতায়াতের সময় পথচারীর উপর ভেঙ্গে পড়লে প্রাণহানির সম্ভাবনাও রয়েছে। প্রতিদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করে যাত্রীবাহী বাস,যাত্রীবাহী ট্রেকার, যাত্রীবাহী টোটো সহ শয়ে শয়ে গাড়ি‌। স্থানীয় স্কুল- কলেজের ছাত্র ছাত্রীরাও এই রাস্তা দিয়েই যাওয়া আসা করে।পথচারী ও গাড়ি চালকদের দাবি, দ্রুত এই মরা গাছগুলি প্রশাসনের পক্ষ থেকে কেটে নেওয়া হোক।না হলে যেকোনও মুহূর্তে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।দুর্ঘটনা এড়াতে মরা গাছগুলি অতিদ্রুত কেটে রাস্তার ধার থেকে সরিয়ে দিক প্রশাসন,এই দাবিতে সরব স্থানীয় বাসিন্দারাও।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts