প্রতিনিধি – সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: সামনে রয়েছে পুজোর ছুটি, যাবেন নাকি উত্তরবঙ্গের শেষ গ্রামে? কালিম্পং থেকে দূরত্ব মাত্র ১১ কিলোমিটার, সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা অন্তত চার হাজার ফুট, নাম সাংসেরের। অসাধারণ সুন্দর একটি গ্রাম। আশেপাশের প্রাকৃতিক পরিবেশ অপরূপ মনোরম, রয়েছে ঘুমন্ত বৌদ্ধ কাঞ্চনজঙ্ঘাকে দর্শন করার দুর্দান্ত অনুভূতি। একেবারে নিরালায় কাটানোর সেরা জায়গা। সিকিমের রংপো থেকে দূরত্ব ২৯ কিলোমিটার। এই ছোট্ট গ্রামটিতে রয়েছে বেশ কয়েকটি ব্রিটিশ বাংলো। যেগুলি দেখলে বোঝা যায় ব্রিটিশ আমল থেকেই জায়গাটি পরিচিত। হোমস্টে খুব একটা নেই, জনসংখ্যা ও খুব একটা বেশি নয়। খুব অল্প সংখ্যক মানুষ এই গ্রামে বসবাস করেন। উত্তরবঙ্গের শেষ গ্রামে যেতে হলে নিউ জলপাইগুড়ি রেল স্টেশন থেকে কালিম্পং এ যেতে হবে, এরপর কালিংপং থেকে গাড়ি ভাড়া করে চলে যাওয়া যাবে। যারা নিরালায় নিভৃতে কাটাতে পছন্দ করেন তাদের জন্য অসাধারণ এই ছোট্ট গ্রাম। শহরের কোলাহলমুক্ত, প্রাকৃতিক পরিবেশ , সঙ্গে রয়েছে টাটকা বাতাস। নিরালায় কাটানোর অন্যতম সেরা জায়গা।