খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
Khabor Sojasuji Logo_200x120
চোখে চোখ রেখে কথা বলে !!!

যুগ সাগ্নিক ট্যাবলয়েট পত্রিকার প্রকাশ

যুগ সাগ্নিক ট্যাবলয়েড পত্রিকার প্রকাশ

সংবাদদাতা – সুফি রফিক উল ইসলাম, মেমারিপূর্ব

বর্ধমান জেলার যুগ সাগ্নিক ট্যাবলয়েড পত্রিকার তৃতীয় বর্ষ চতুর্থ সংখ্যা আজ শহর বর্ধমানের বাদামতলার কালীকৃষ্ণ পাঠাগারে আনুষ্ঠানিক প্রকাশ ঘটল। প্রাক মধ্যাহ্নে এক অনাড়ম্ভর ঘরোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে আট পাতার ট্যাবলয়েডটি প্রকাশিত হয় যা প্রায় পঁয়তাল্লিশ জন কবি লেখকের রচনায় সমৃদ্ধ হয়েছে।ট্যাবলয়েডটি আনুষ্ঠানিক প্রকাশ ঘটে যুগ সাগ্নিক এর প্রতিষ্ঠাতা সম্পাদক কলকাতার নেতাজী নগর নিবাসী প্রদীপ গুপ্ত সহ মঞ্চাসীন সঞ্জয় মুখোপাধ্যায়, কাশীনাথ গাঙ্গুলী, লক্ষণ দাস ঠাকুরা,তাপস ভূষণ সেনগুপ্ত, উদিত সিংহ, অরিজিৎ মুখার্জী সহ সম্পাদকমন্ডলীর সদস্য পূর্ব বর্ধমান জেলার কর্ণধার মিনতি গোস্বামী, সায়ন্তী হাজরা, সৌম্য পাল ও চিরঞ্জীব ঘোষ প্রমুখের হাত দিয়ে। প্রতিষ্ঠাতা সম্পাদক প্রদীপ গুপ্ত তাঁর আনুষ্ঠানিক কথকথায়অনেক আশার সঙ্গে জানালেন যুগ সাগ্নিককে কলকাতা কেন্দ্রিক না রেখে বিভিন্ন জেলায় ছড়িয়ে দিতে তাঁদের প্রয়াস এক এক করে ১৬ টি জেলায় এগিয়ে চলেছে। আগামীতে আরও অগ্ৰগমণ ঘটবে সকলের সহযোগিতায় এই আশা তিনি ব্যক্ত করেন। এছাড়া সঞ্জয় মুখোপাধ্যায়, কাশীনাথ গাঙ্গুলী সহ মিনতি গোস্বামী, চিরঞ্জীব ঘোষ, সায়ন্তী হাজরা ও সৌম্য পাল পূর্ব বর্ধমান জেলায় যুগ সাগ্নিক কে আগামী দিনে আরো উজ্জ্বল হয়ে উঠতে সকলের সহযোগিতা কামনা করেন। কর্ণধারগণের নিকট হতে জানা যায় আগামী শারদ সংখ্যার বিশেষ প্রস্তুতি এখন থেকেই নেওয়া হচ্ছে।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts