খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

চব্বিশের লোকসভা ভোটের প্রচারে ছাব্বিশের বিধানসভা ভোটের কথা শোনাচ্ছে বিজেপি !

ছাব্বিশে ভোটে জিতলে মা বোনেদের মাসে তিন হাজার টাকা করে দেবার গল্প শোনাচ্ছে বিজেপি। অনেকেই বলাবলি করছেন,ছাব্বিশ পর্যন্ত অপেক্ষা করতে হবে কেন ? সদিচ্ছা থাকলে এখনই তো দিতে পারেন।দশ বছর দেশ শাসন করার পর ভোটের সময় মহিলাদের কথা মনে হল ? আপনারাই তো দেশ চালাচ্ছেন।দেশের সব মহিলাদের এতদিন মাসে তিন হাজার টাকা করে দেননি কেন ? এ সবই ভোটের চমক নয় তো ! উঠছে প্রশ্ন।লোকসভা ভোটের মুখে বিধানসভা ভোটের কথা‌ শোনাচ্ছে বিজেপি।লোকসভা ভোটে জিতলে কি করবেন মানুষ এখন সেটা জানতে চাই।আগে তো চব্বিশ,তারপর না হয় ছাব্বিশের কথা বলবেন।অনেকেই বলছেন,বাংলার মা বোনেদের ছাব্বিশে তিন হাজার টাকার ললিপপ দেখিয়ে চব্বিশের ভোট বৈতরণী পার হতে চাইছে বিজেপি !

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest