খবর সোজাসুজি ডিজিটাল নিউজ ডেস্ক – জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী সাজাহান বিশ্বাসের সমর্থনে মুর্শিদাবাদের খড়গ্রাম পীরতলায় নির্বাচনী জনসভায় বিস্ফোরক নওসাদ সিদ্দিকী। আজকের এই সভা মঞ্চ থেকে তৃণমূলকে নিশানা করে নওসাদ সিদ্দিকী বলেন,”বিজেপি’র জুজু দেখিয়ে তৃণমূল কংগ্রেস মানুষকে বিভ্রান্ত করে এতদিন ধরে যে ভোট আদায় করছে সেটার অবসান ঘটানো দরকার। কেননা, এই দুই দল একে অপরের পরিপূরক।” জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী সাজাহান বিশ্বাসের সমর্থনে এই সভায় নওসাদ প্রশ্ন তোলেন, “সংসদে বিজেপির জনবিরোধী নীতির কোন সদর্থক বিরোধিতা তৃণমূল সাংসদরা করেননি। সিএএ নিয়ে ভোটাভুটিতে অংশও নেয়নি। এরা কি করে বিজেপি’র বিরোধিতা করবেন?” তিনি বলেন, “এই দুই দলের মধ্যে প্রায়ই দলবদল হচ্ছে। নীতি নৈতিকতা বিসর্জন দিয়ে এরা বাইনারি রাজনীতি করে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়। এই অবস্থা চলতে পারেনা।” নওসাদ সিদ্দিকী এদিন মুর্শিদাবাদের অনুন্নয়নের জন্য বাম-কংগ্রেস-তৃণমূল সকলকেই দায়ী করেন। তিনি বলেন, “কংগ্রেস নেতা অধীর চৌধুরী পঁচিশ বছর সাংসদ থেকেও কেন জেলায় একটি অত্যাধুনিক হাসপাতাল হল না? কেন আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঠিকভাবে চলছে না? কেন পরিবেশবান্ধব উন্নত বাঁধ তৈরি করে গঙ্গা ভাঙন রোখা যাচ্ছে না? এর জবাব তো অধীর চৌধুরীকে দিতে হবে।” আইএসএফ চেয়ারম্যান বলেন, “সমস্ত পিছড়ে বর্গের মানুষের প্রতিনিধিত্ব করে আইএসএফ। মানুষকে বিকল্প দিশা দেখাচ্ছে আইএসএফ। সেইজন্য অন্যান্য দলের গা জ্বালা করছে। আইএসএফকে মুসলমানের দল কিংবা বিজেপি’র দালাল বলছে।” তিনি কোনরকম মিথ্যা প্রচারে বিভ্রান্ত না হয়ে, কোন প্ররোচনায় পা না দিয়ে আগামী মঙ্গলবার চুপচাপ খামে ছাপ দেবার জন্য মানুষকে আহ্বান জানান।