চাহিদা থাকলেও দাম বেশি হওয়ায় সেই ভাবে বিক্রি হচ্ছে না ডাব।শরীরের ক্ষেত্রে ডাব অপরিহার্য। ডাবের জল শরীরের পক্ষে বিশেষ উপকারী। গরমে যেন ডাবের জলের প্রয়োজনীয়তা আরো বেড়ে যায়। প্রতিবছরের মতো এই বছরেও শিলিগুড়ির বিধান মার্কেটে ডাব নিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বিভিন্ন দোকানগুলিতে দেখা যাচ্ছে সারিসারি ডাব। চাহিদা রয়েছে কিন্তু সেভাবে বিক্রি হচ্ছে না ? চাহিদা থাকা সত্ত্বেও কেন বিক্রি হচ্ছে না ? কি বলছেন ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানিয়েছেন এই বছর প্রতিবছরের মতো ডাবের চাহিদা রয়েছে। খরিদ্দারও আসছেন ডাব কিনতে কিন্তু দাম শুনে অনেকেই ডাব কিনছেন না। কেন বেড়েছে ডাবের দাম ? এই বিষয়ে ব্যবসায়ীরা জানিয়েছেন আসলে গাছের মালিকরা ডাবের দাম বাড়িয়ে দিয়েছেন সেই ক্ষেত্রে ব্যবসায়ীদেরও বেশি দাম দিয়ে ডাব কিনতে হচ্ছে।সেই জন্য বেশি দাম দিয়ে ডাব বিক্রি করতে হচ্ছে। ডাবের দাম ৬০ টাকা থেকে শুরু। যেখানে অন্যান্য বছর ডাবের দাম থাকে ৪০ থেকে ৫০ টাকা। ডাবের দাম বেড়ে যাওয়ার কারণে বিক্রিতে ভাটা পড়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা।