হুগলির ধনেখালি ব্লকের গুড়বাড়ি ১ নং গ্রাম পঞ্চায়েতের মহিষগড়িয়া গ্রামের শিবপ্রসাদ ঘোষ, বয়স ৮৪ বছর।চার বার দুয়ারে সরকারে আবেদন করেও পাননি বার্ধক্য ভাতা। তবুও তার মনে কোনো ক্ষোভ নেই তৃণমূল সরকারের বিরুদ্ধে ! অকপটে তিনি বলেছেন, হুগলিতে রচনাই জিতবে।কিন্তু কেন ? কোন্ জাদুতে হুগলিতে জিতবে তৃণমূল ? কি বলছেন শিবপ্রসাদ ঘোষের মতো হুগলির ধনেখালির সাধারণ একজন ভোটার, শুনুন…