সুনীতি মুখোপাধ্যায়
খবর সোজাসুজি ভালো, বাঁকা মানে বক্র,
আর তা নিয়েই হয় তো শুরু, মন্দ জনের চক্র।
চক্র মানে, মেঘলা প্রহর, আকাশ ভরে মেঘে,
সঙ্গে আছে ঝড় ঝঞ্ঝা,বয় তা দারুন বেগে।
চক্র মানে, চক্রান্ত, অন্ত তো তার নাই,
মনটা বাঁকা, বাইরে শুধু,আলোরই রোশনাই।
খবর সোজাসুজি বলুক উজ্জীবনের সুরে,
কাছে আসুক আজ এখনও যারা অনেক দূরে।
সোজাসুজি’র সূর্য জ্বলুক, মেঘলা আকাশ নয়,
সোজাসুজি চায় সরাতে পথের যত ভয়।
খবর সোজাসুজি ঝরুক মৌসুমী মেঘ থেকে,
সেই বৃষ্টি – যে বৃষ্টি দেয় ফসল সুরে ডেকে।
ডাক দিয়ে সে বন্দী করে ফন্দী ভোলা মনে,
সন্ধি করে,দেয় সে সাড়া সকল জনে জনে।
খবর সোজাসুজি তো চায় সবার কাছেই যেতে,
সবার পরামর্শ এবং সবার কাছে পেতে।
তৈরি করুক এমন খবর,যার মনে নাই ভয়,
অভাবকে যে স্বভাব জোরে করতে পারে জয়।
ব্যস, তাহলেই খবর সোজাসুজি’র সেটাই পুঁজি,
নাই তো গলি ঘুঁজি।
চলতি সময়, নদীর বুকে আনতে নতুন গতি,
খবর সোজাসুজি দেখাক উদ্ভাবনের জ্যোতি।