বিদ্যুৎ ভৌমিক:চিনে এশিয়ান গেমসে ভারতীয় মহিলা ভলিবল দলের প্রস্তুতি শিবিরে ডাক পেলেন তারকেশ্বরের মেয়ে অনন্যা দাস।জানা যায় ‘মহিলা দলে ২৯ জন খেলোয়াড়কে ডাকা হয়েছে ।বাংলা থেকে ৩ জন খেলোয়াড় সুযোগ পেয়েছেন ।ত্রিবেনীর অনুশ্রী ঘোষ ,অনন্যা রাই ও তারকেশ্বরের অনন্যা দাস।ডাক পাওয়া এই ৩ জন খেলোয়াড়ই রেলওয়েতে চাকরি করেন ।
জাতীয় শিবিরে ডাক পেয়ে তারকেশ্বরের অনন্যা স্বভাবতই খুশি ।চলভাষে চেন্নাই থেকে তিনি জানান , ইন্দোনেশিয়ায় তার পারফরম্যান্স ক্রীড়ামোদীদের মন ভরিয়ে দিয়েছে ।সে কারণে তার প্রত্যাশা ছিল এশিয়ান গেমসের ভারতীয় দলের প্রস্তুতি শিবিরে তিনি ডাক পাবেন।যে ক্লাব থেকে অনন্যার উত্থান সেই তারকেশ্বর বটতলা ভলিবল ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা অনন্যার সাফল্যে পঞ্চমুখ ।অনন্যার বাবা রবীন্দ্রনাথ দাসের আক্ষেপ, মেয়ের ভারতীয় দলে ভলিবলে এত সাফল্যের পরও স্হানীয় মহলে তার কোন প্রভাব পড়েনি।