খবর সোজাসুজি_কে
সুনীতি মুখোপাধ্যায়
মাত্র দু’চার পৃষ্ঠা-গাঁথা খবর সোজাসুজি –কুড়িয়ে আনে ঘুরে ঘুরে হরেক গলি ঘুঁজিএলাকারই এখান-ওখান সেইখানে কি খবর –গেঁথে দেওয়ার গুনে, আহা, বেশ তো লাগে জবর !ফেরিও’লা হয়েই ঘোর খবর পৌঁছে দিতে,দেখবে, সবাই মন খুশিতে হবে মনের মিতে।টুকরো খবর, হোক তা ছোট, ব্যাপারটা যে বড়,সেই খবরেই মন্দ যারা, ভয়েই জড়সড়।ভালো-মন্দ থাকবে দুই-ই, মন্দকে দাও ছন্দ, ব্যস, তাহলেই ঘুচবে বিবাদ- বিভেদ এবং দ্বন্দ্ব। খবর সোজাসুজি ঘুরুক এই পাড়া – ওই পাড়া,তারাই আসুক সামনে,আহা, পিছনের রয় যারা।খবর সোজাসুজি করুক আবর্জনা দূর,বিবাদে নয় সংবাদে সব মন হ’ক ভরপুর !এই এলাকার অভাব- দাবী ধরতে হবে তুলে,সংবাদেতেই মন্দ-মানুষ বিবাদ যাবে ভুলে।খবর সোজাসুজি বাজাক দুঃখ ভোলার বাঁশি,খবর সোজাসুজি ফোটাক সবার মুখে হাসি।পথের ধুলোর খবর ছাপা হ’ক না স-সম্মানে,ধুলোই তখন আবির হয়ে সবার কাছে টানে।ছোট্ট কাগজ,খুচরো খবর কিন্তু বড় — কাজে একত্রিত ছোটই লাগে দেশকে গড়ার কাজে।খবর সোজাসুজি ফোটাক সবার মুখে হাসি, শিউলি ফুলের মতন তারা ঝরুক রাশি রাশি।হাঁটতে হাঁটতে পথের বুকে রাখুক পদচিহ্ন,বলুক হেঁকে,আমরা সবাই এক, নই ভিন্ন।।শারদীয়ার শুভেচ্ছা যাক পৌঁছে ঘরে ঘরে, সম্প্রীতির বৃষ্টি যেন আকাশ থেকে ঝরে !