আজব ব্যাপার ! ক্ষতিপূরণ দেওয়ার ৩ বছর পর ফেরত চাওয়া হচ্ছে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কাছ থেকে ক্ষতিপূরণের টাকা !আজব ব্যাপার ! ক্ষতিপূরণ দেওয়ার ৩ বছর পর ফেরত চাওয়া হচ্ছে ক্ষতিপূরণের টাকা ! এমন ঘটনাই ঘটেছে আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত ধনেখালি ব্লকের বেশ কিছু গরিব মানুষদের সঙ্গে। ধনেখালির বেলমুড়ি গ্রাম পঞ্চায়েতের আকিলপুর গ্রামের সুকুমার রায়ের অভিযোগ, “আমফান ঝড়ে ক্ষতিপূরণ বাবদ আমি দশ হাজার টাকা পেয়েছিলাম ২০২০ সালের আগষ্ট মাসে।তার ৩ বছর পর এখন ২০২৩ সালের সেপ্টেম্বরে ক্ষতিপূরণের পাঁচ হাজার টাকা ফেরত চাওয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। আমরা গরিব মানুষ। এখন এত টাকা পাব কোথায়?” একই রকম ঘটনা ধনেখালির আরও বেশ কিছু মানুষের সঙ্গে ঘটেছে বলে জানা গেছে।এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে ধনেখালি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি তথা ধনেখালি পঞ্চায়েত সমিতির সহ সভাপতি সৌমেন ঘোষ বলেন, “আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত বেশ কিছু মানুষের অ্যাকাউন্টে ভুলবশত বেশি টাকা চলে গেছে।কেউ দু’বার ,কেউ আবার তিনবার করে টাকা পেয়েছে।অডিটের পর জেলা প্রশাসন সেই ভুল ধরতে পারে। এটা কেন্দ্রীয় সরকারের টাকা। অতিরিক্ত টাকা কেন্দ্রকে ফেরত দিতে হবে।তাই যাদের অ্যাকাউন্টে ভুলবশত বেশি টাকা গেছে তাদেরকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আগেও বলা হয়েছিল টাকা ফেরত দেওয়ার জন্য। এখন আবার চিঠি দিয়ে তাদের কাছ থেকে টাকা ফেরত চাওয়া হচ্ছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। ধনেখালি ব্লকে এরকম প্রায় আড়াইশো জন ব্যক্তির অ্যাকাউন্টে ভুলবশত বেশি টাকা গেছে।”