খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত হল আমতার প্রাথমিক বিদ্যালয়ে

অভিজিৎ হাজরা : ৩ রা জুলাই ইন্টারন্যাশনাল প্লাস্টিক ব্যাগ ফ্রি ডে বা আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস। দিনটি উদযাপন করল আমতা আওড়গাছি প্রাথমিক বিদ্যালয়। পোস্টার সহযোগে পলিথিন ক্যারিব্যাগের কুফল ছাত্র ছাত্রীদের বোঝান প্রধান শিক্ষক প্রদীপ রঞ্জন রীত এবং সহ শিক্ষক সৌমেন মন্ডল। ছাত্র ছাত্রীদের পলিথিন ক্যারিব্যাগের পরিবর্তে সুতির ব্যাগ ব্যবহার করতে উৎসাহিত করা হয়। থার্মোকলের থালা- বাটির পরিবর্তে পরিবেশ বান্ধব শাল পাতার থালা বাটি ব্যবহার করতে বলা হয় সুকুমার মতি শিশু দের। ছাত্র ছাত্রীদের পলিথিন ক্যারিব্যাগের কিছু বিকল্প সামগ্রী তুলে দেওয়া হয়।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest