আদালতে আবারও মুখ পুড়ল রাজ্য নির্বাচন কমিশনের।২৪ ঘন্টার মধ্যে প্রতি জেলায় পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।শুধু ভোটের দিন নয়, নির্বাচন প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত রাখতে হবে কেন্দ্রীয় বাহিনী ও ভিন রাজ্যের পুলিশ।২০১৩ সালের তুলনায় জেলায় মোতায়েন করা কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা যেন কম না হয়, নির্দেশ হাইকোর্টের। “কমিশন নিজের মতো চলছে। কমিশন যদি মনে করে নির্দেশ কার্যকর করতে পারবে না, তাহলে তারা স্টেপ ডাউন করুক”, হাইকোর্টে তুলোধনা রাজ্য নির্বাচন কমিশনকে।