খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

ক্যারাটেতে সাফল্য ছিনিয়ে নিতে তৎপর তারকেশ্বরের স্কুলপড়ুয়া তৃণা মাজি

বিদ্যুৎ ভৌমিক : প্রথমত নিজেকে রক্ষা করার তাগিদে দ্বিতীয়ত ক্যারাটে শিখে নিজের ফিটনেস গড়ে তুলতেই ক্যারাটে শেখার উদ্দেশ্য ছিল তারকেশ্বরের রোগা ছিপছিপে স্কুলপড়ুয়া মেয়েটির ।তা করতে গিয়ে খুব অল্প সময়ের মধ্যেই কখন যেন খেলার মধ্যে নিজেকে সঁপে দিয়ে জেলা ছাড়িয়ে রাজ্য স্তরের প্রতিযোগিতায় সুযোগ ছিনিয়ে নিয়েছে সে।এতেও মেয়েটি স্হির থাকে নি,থেমেও যায় নি।নিজের চেষ্টায় হাতের মারপ্যাঁচে ক্রীড়া চাতুর্যে জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে স্বর্ণ পদকের সঙ্গে রৌপ্য পদক জয় করে ক্রীড়ামোদীদের তাক লাগিয়ে দিয়েছে মেয়েটি।মেয়েটি আর কেউ নয়,হুগলি জেলার তারকেশ্বরের সন্নিকটে ভঞ্জিপুর দেশবন্ধু বিদ্যানিকেতনের ৯ ম শ্রেণীর ছাত্রী তৃণা মাজি ।

সূত্র মারফৎ জানা যায় যে, তৃণা তারকেশ্বর ব্লকের অধিন ভঞ্জিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ভঞ্জিপুর গ্রামের বাসিন্দা ।তৃণার বাবা তাপস কুমার মাজি গোতান হাই স্কুলের শিক্ষক ।মা তমসা মাজি আদতে গৃহবধূ ।জানা যায় যে, তৃণা খুব কম দিনের মধ্যে ক্যারাটে খেলায় এসেছে ।তার চেহারার সঙ্গে সংগতি রেখে সে ক্যারাটের সাথে তারকেশ্বর কলেজ মাঠে ভলিবল খেলায় মেতে উঠেছে ।দুটো খেলাতেই সে নিজেকে প্রতিষ্ঠিত হওয়ার লক্ষ্যে এগোতে চায় । তবে নিয়মিত অনুশীলন করার সঙ্গে সঙ্গে জেলা স্তরের ক্যারাটে প্রতিযোগিতায় সে অংশ গ্রহণ করে কৃতিত্ব দেখিয়েছে।গত ২৬ মার্চ তারিখে পান্ডুয়ার কল্যাণী সিনেমা হলে হুগলি জেলা ক্যারাটে চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় তৃণা ৫১ কেজি বিভাগে স্বর্ণ পদক ও রেড ওয়ান বেল্ট বিভাগেও স্বর্ণ পদক জিতে নিয়েছে ।১২মে থেকে ১৪ মে দুর্গাপুর সিটি সেন্টারের সিধু কানু ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত দুর্গাপুর মেটেরিয়াল আর্ট একাডেমীর সহযোগিতায় ৯ ম রাজ্য চ্যাম্পিয়নশিপ-২০২৩ প্রতিযোগিতায় ৫১ কেজি বিভাগে তৃণা স্বর্ণ পদক পায় ও ক্যাডেট ফিমেল কালার বেল্ট বিভাগে স্বর্ণ পদক অধিকার করে লখনউতে জাতীয় স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহণ যোগ্যতা অর্জন করে।এরপর গত ৯, ১০ ও ১১ জুন ২০২৩ লখনউ-এর কে ডি সিংহ বাবু ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪০ ৩ম ন্যাশনাল চ্যাম্পিয়নশিপে তৃণা ৫১ কেজি বিভাগে গোন্ড মেডেল পায় ও ইনডিভিজুয়াল ক্যাডেট ফিমেল বিভাগে সিলভার মেডেল জয় করে ।

তৃণার সাফল্যে তার বাবা ও মা যৌথভাবে জানান,জাতীয় স্তরের প্রতিযোগিতায় মেয়ের স্বর্ণ পদক জয়ে আমরা ভালোই খুশি ।কামনা করি সে আগামী দিনে আরও পারফরম্যান্সের ভিত্তিতে এগিয়ে যাক।জেলা তথা রাজ্যের সম্মান বাড়িয়ে তুলুক।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest