ইডেন ম্যাচের আগে দুঃসংবাদ ! চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন হার্দিকসজল দাশগুপ্ত : আগামীকাল ইডেনে সাউথ আফ্রিকার সাথে মহারণ।তার আগেই দুঃসংবাদ ভারতীয় ক্রিকেটে। চোটের কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন ভারতীয় দলের উল্লেখযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া।ইডেন ম্যাচের আগে ভারতীয় ক্রিকেটে দুঃসংবাদ।দলের অন্যতম নির্ভরযোগ্য অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া গোড়ালিতে চোট পাওয়ার কারণে চলতি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ থেকে বাদ পড়লেন, শনিবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল উক্ত খবর নিশ্চিত করেছে। গত ১৯ অক্টোবর পুনের এমসিএ স্টেডিয়ামে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচে বল করার সময় গোড়ালিতে চোট পেয়েছিলেন। মোচকে গিয়েছিল তাঁর গোড়ালি। তিনি বিগত নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের ম্যাচে অংশ নেননি।নির্ভরযোগ্য অলরাউন্ডার এর পরিবর্তে ম্যাচগুলো খেলেছিলেন সূর্য কুমার যাদব এবং মহম্মদ সামি। আইসিসি এক বিবৃতিতে জানায় “আইসিসি ক্রিকেট বিশ্বকাপে ব্যালেন্সড ভারতের দল যারা নাকি এই মুহূর্তে তুখোড় ফর্মে রয়েছে,তাদের ক্ষেত্রে একটি হতাশাজনক খবর, যে তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া তার গোড়ালির চোট থেকে সেরে উঠতে ব্যর্থ হয়েছেন এবং টুর্নামেন্টের বাকি অংশ মিস করবেন,” আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি হার্দিকের বদলি হিসেবে পেসার প্রসিধ কৃষ্ণকে দলে যোগ করার অনুমোদন দিয়েছে। আইসিসির বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের স্কোয়াডে হার্দিক পান্ডিয়ার পরিবর্ত হিসেবে প্রসিদ্ধ কৃষ্ণাকে দলে ডেকে নিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। বিশ্বকাপের শুরুর আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হওয়া তিন ম্যাচের এক দিবসীয় সিরিজে দুটি ম্যাচ খেলেছিলেন কৃষ্ণা। দুই ম্যাচে ৩ উইকেট নিলেও তিনি প্রচুর রান দিয়েছিলেন। ভারতীয় দল আশা করবে আর কোন ক্রিকেটার আর চোটের কবলে না পড়েন।