সজল দাশগুপ্ত, শিলিগুড়ি : আজ কৌশিকী অমাবস্যা।এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে। অন্যান্য জায়গার মতন শিলিগুড়িতেও মহা ধুমধাম করে কালীমন্দির গুলিতে পালন করা হচ্ছে কৌশিকি অমাবস্যায় মায়ের আরাধনা। শিলিগুড়ির আনন্দময়ী কালীবাড়িতে প্রতিবছরের মতো এই বছরেও এই বিশেষ তিথিতে মায়ের আরাধনা করা হচ্ছে। সেজন্য কালীবাড়িটিকে সাজিয়ে তোলা হয়েছে। শুধু আনন্দময়ী কালীবাড়ি নয়,প্রতিটি কালীবাড়িকে কৌশিকি আমাবস্যা উপলক্ষে সাজিয়ে তোলা হয়েছে। বুধবার রাত থেকেই ভক্তদের ভিড় দেখা গেছে শিলিগুড়ির সব কালী মন্দিরে। আজ বৃহস্পতিবার সকাল থেকেই সেই ভিড় কালী মন্দিরগুলিতে বাড়তে দেখতে পাওয়া যায়। বিভিন্ন মন্দিরগুলিতে মায়ের পুজোর আয়োজন করা হয়েছে। আজ সারাদিন সারারাত এই বিশেষ তিথি রয়েছে। আজকে সকাল হতেই মায়ের কাছে প্রার্থনা করতে বিভিন্ন মন্দির চত্বরে ভক্তরা ভিড় জমান। উল্লেখ্য আজ মহাপীঠ তারাপীঠে কৌশিকী অমাবস্যা উপলক্ষে বিশাল আয়োজন করে মায়ের আরাধনা করা হয়ে থাকে। প্রতিবছরের মতো চলতি বছরেও এদিন সকাল থেকেই তারাপীঠ মন্দিরে ভক্তদের ভিড় লক্ষ্য করা গেছে। দূর দূরান্ত থেকে অগণিত ভক্ত এই বিশেষ তিথি উপলক্ষে মন্দিরে এসেছিলেন পূজো দেওয়ার জন্য। তারাপীঠ মন্দিরের মায়ের জন্য বিশেষ ভোগের ব্যবস্থা করা হয় প্রতি বছর এই বিশেষ দিনে। কথিত রয়েছে আজকের বিশেষ দিনে সাধক বামদেব তারাপীঠ মহাশ্মশানে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন। কথিত রয়েছে বিশেষ স্মৃতিতে মায়ের আরাধনা করলে সমস্ত বাধা বিঘ্ন কেটে যায়।তাই এদিন সকাল থেকে মাতৃ বন্দনায় বিভিন্ন কালীমন্দিরে দেখতে পাওয়া গেছে অগণিত ভক্তদের।