খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

ধনেখালি কিষান মান্ডি থেকে ছাত্র ছাত্রীদের পায়ে হেঁটে ঠেলে ঠেলে আনতে হচ্ছে সবুজ সাথীর সাইকেল !

ধনেখালি কিষান মান্ডি থেকে ছাত্র ছাত্রীদের পায়ে হেঁটে ঠেলে ঠেলে আনতে হচ্ছে সবুজ সাথীর সাইকেল ! নতুন সাইকেলের যা অবস্থা চেপে আসা যাচ্ছে না বলে অভিযোগ পড়ুয়াদের।চরম হয়রানির শিকার ছাত্র ছাত্রীরা।দূর দূরান্ত থেকে পড়ুয়াদের যেতে হচ্ছে কিষান মান্ডিতে।কেউ পায়ে হেঁটে,কেউ বা ভ্যান ভাড়া করে,কেউ বা ট্রেকারে চাপিয়ে নিয়ে আসছে সাইকেল।স্কুল থেকে সাইকেল নিতে হলে ভাড়ার জন্য ছাত্র ছাত্রী পিছু ৫০/৬০ টাকা করে চাওয়া হচ্ছে ছাত্র ছাত্রীদের কাছ থেকে,অভিযোগ।নতুন সাইকেল এমন দায়সারা ভাবে ফিটিং করা হচ্ছে যে সেটা চেপে নিয়ে আসা যাচ্ছে না ! না সারিয়ে চাপা যাবে না।কি অবস্থা ভাবুন ! নতুন সাইকেল সারাতে আবার ৩০০/৪০০ টাকা করে লাগছে বলে অভিযোগ।স্কুল থেকে সবুজ সাথীর সাইকেল নিতে হলে দিতে হবে ভাড়ার টাকা,ভাবা যায় ! সবুজ সাথীর সাইকেল তো ব্লক থেকে স্কুলে পৌঁছে দেওয়ার কথা।ব্লক প্রশাসনের পক্ষ থেকে স্কুলে কেন পৌঁছে দেওয়া হচ্ছে না সবুজ সাথীর সাইকেল,এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।ধনেখালি ব্লকের বিভিন্ন স্কুলের ছাত্র ছাত্রীদের ধনেখালি কিষান মান্ডি থেকে আনতে হচ্ছে সবুজ সাথীর সাইকেল,অভিযোগ।সবুজ সাথীর সাইকেল তো স্কুল থেকে দেবার কথা,সাইকেল নিতে পড়ুয়াদের কিষান মান্ডিতে যেতে হবে কেন ? উঠছে প্রশ্ন।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts