খবর সোজাসুজি’র শারদীয় উৎসব সংখ্যা ২০২৪ এর জন্য লেখা আহবান করা হচ্ছে।আগ্রহী ব্যক্তিরা লেখা পাঠাবেন হোয়াটস অ্যাপে(৯৪৩৪৫৬৬৪৯৮)টাইপ করে ৩১ মে’র মধ্যে।লেখা বিবেচিত হলে অবশ্যই প্রকাশিত হবে।যে সকল লেখক/লেখিকাদের লেখা বিবেচিত হবে তারা সকলেই সৌজন্য সংখ্যা পাবেন।কিন্তু নিজ দায়িত্বে পত্রিকার অফিস থেকে সৌজন্য সংখ্যা সংগ্রহ করে নিতে হবে।যারা অফিস থেকে নিতে পারবেন না তারা সৌজন্য সংখ্যা হিসেবে উৎসব সংখ্যার পিডিএফ পাবেন।লেখা নির্বাচিত হলে সূচি পত্রে জানানো হবে।নির্বাচিত লেখক সূচি যথাসময়ে পত্রিকার ফেসবুক পেজে প্রকাশ করা হবে।ইচ্ছুক ব্যক্তিরা পাঠাতে পারেন ছোট গল্প, কবিতা,রম্য রচনা, অনুগল্প,ভ্রমণ কাহিনী, প্রবন্ধ এবং মুক্ত গদ্য।লেখার উপরে ক্যাটাগরি উল্লেখ করবেন।লেখা হতে হবে অবশ্যই মৌলিক ও অপ্রকাশিত।একজন লেখক/লেখিকা কেবল একটাই লেখা পাঠাবেন।আর লেখার সঙ্গে নিজের পুরো নাম ঠিকানা সহ ৩০ টি শব্দের মধ্যে আপনার নিজের সম্পর্কে অবশ্যই লিখে পাঠাবেন।
লেখা পাঠানোর রূপরেখা —
কবিতা : ২৪ লাইনের মধ্যে
প্রবন্ধ : ১৫০০ শব্দের মধ্যে
ভ্রমণ কাহিনী: ১০০০ শব্দের মধ্যে
ছোটগল্প : ১০০০ শব্দের মধ্যে
অণুগল্প : ২৫০ শব্দের মধ্যে
মুক্তগদ্য : ২৫০ শব্দের মধ্যে
রম্য রচনা : ৩০০ শব্দের মধ্যে
লেখা পাঠানোর শেষ তারিখ : ৩১ মে, ২০২৪
লেখা পাঠাবেন : হোয়াটস অ্যাপে টাইপ করে, খবর সোজাসুজি’র অফিসিয়াল হোয়াটস অ্যাপ নম্বরে – ৯৪৩৪৫৬৬৪৯৮
ইসরাইল মল্লিক
সম্পাদক
খবর সোজাসুজি
মথুরাপুর,জামালপুর,পূর্ব বর্ধমান