সংবাদদাতা -মহম্মদ সফিউল আলম, বীরভূম: মানবিক প্রয়াস তথা মানবিক মুখের পরিচয় দিলেন রাজনগর খাসবাজার গ্রামের বাসিন্দারা৷ অসহায় এক ব্যক্তি রাত্রে অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া এবং সেখানে তাঁর মৃত্যু ঘটলে শেষকৃত্যের ব্যবস্থাও করেন তাঁরা৷ এমন উদ্যোগ ও প্রয়াস প্রশংসা কুড়িয়েছে অনেকের৷ জানা গিয়েছে, সঞ্জয় দাস নামে এক ব্যক্তি আগে একটি এনজিওতে চাকরি করতেন ইঞ্জিনিয়ার পদে৷ পরে মানসিক সমস্যা দেখা দেয়৷ ভবঘুরের মতো এলাকায় ঘূরে বেড়াতেন৷ বাড়ি কলকাকাতায়৷ কিন্তু তিনি এখানেই থেকে যান৷ গতকাল সোমবার গভীর রাতে রাজনগর খাসবাজারে থাকা কালীন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন৷ শ্বাস কষ্ট দেখা দেয়৷ তড়িঘড়ি তাঁকে রাজনগর গ্রামীণ হাসপাতালে ভর্তি করেন খাসবাজারের এক বাসিন্দা৷ কিন্তু তাঁকে বাঁচানো যায়নি৷ আজ মঙ্গলবার সকালে রাজনগর থানার মাধ্যমে তাঁর বাড়ির লোক ও আত্মীয়র সঙ্গে যোগাযোগ করা হলে দেহ সৎকারের অনুমতি বাড়ির লোক দেন এমনটাই বাসিন্দাদের সূত্রে জানা যায়৷ এরপরই খাসবাজারবাসী তৎপরতা দেখান৷ তাঁরা বক্রেশ্বর শ্মশান নিয়ে যান দাহ করার উদ্দেশ্যে৷ সৎকারের যবতীয় ব্যবস্থা করেন তাঁরা৷ বাসিন্দাদের এমন প্রয়াসকে স্বাগত জানান শুভ বুদ্ধি সম্পন্ন মানুষেরা৷