নিজস্ব সংবাদদাতা, ধনেখালি : লক্ষ্য ঠিক রেখে এগোলে সাফল্য অনায়াসে হাতের মুঠোয় চলে আসে,তা প্রমাণ করে দেখিয়ে দিলেন হুগলির ধনেখালি ব্লকের দশঘরা ১ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রজিপুর গ্রামের মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা স্বস্তিদীপা কর্মকার।১৪ অগষ্ট কলকাতায় অনুষ্ঠিত ৭১ তম রাজ্য অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মেয়েদের অনূর্ধ্ব ২৩ বিভাগে ৪০০ মিটার দৌড়ে ও ৪×৪০০ মিটার রিলে রেসে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে প্রথম স্থান অধিকার করে জোড়া স্বর্ণ পদক লাভ করেন স্বস্তিদীপা।স্বর্ণ পদক জয়ে স্বস্তিদীপা স্বভাবতই খুশি।ভাবতে অবাক লাগে যে, অজ পাড়া গাঁ থেকে উঠে এসে প্রশিক্ষণ নিয়ে কলকাতার বুকে স্বস্তিদীপা স্বীয় ক্রীড়া চাতুর্যের বলে সোনা জিতে জানান দিলেন যে সদিচ্ছা থাকলে অসম্ভবকে সম্ভব করা যায় ।সাফল্য পেতে কেউ বাধার কারণ হয়ে দাঁড়ায় না।