পার্ক সার্কাসের সংখ্যালঘু প্রান্তিক সমাজের মানুষের জন্য ইস্ট ক্যালকাটা চাইল্ড হেলথ এন্ড ওয়েলফেয়ার অর্গানিজেশনের উদ্যোগে চলা কমিউনিটি ক্লিনিক পদার্পন করল ৪২ তম বর্ষে। উত্তর কলকাতার শেষ প্রান্তে নূর আলি লেনের ঘিঞ্জি বস্তিতে শুরু হওয়া এই স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রের আশে পাশের অঞ্চলে এখন মাথা তুলেছে একাধিক অট্টালিকা,শুধু পাল্টায়নি প্রান্তিক মানুষ গুলোর জীবন যাত্ৰা।নিজের যৌবনে উদ্যোগ নিয়ে শুরু করা এই স্বাস্থ্য কেন্দ্রটিকে আজও প্রাণ দিয়ে আগলে রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মহম্মদ মুস্তাক। পুরনো লোকজন অনেকেই এখন আর সেভাবে সক্রিয় না থাকলেও তার এই কর্মকান্ডের সাথী হয়েছেন এলাকার বাসিন্দা হাজি হাসমি, মনসুর আলম, মহম্মদ ইজাজ,মহম্মদ মাহবুব আলম, শাহিদ আহমেদ সহ অনেকেই।সংগঠনের এই কর্মকান্ডকে সমর্থন জানিয়ে ৪২ তম বর্ষ উদযাপন উৎসবে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজ কর্মী ডাক্তার সুরেশ বাইন, শ্রমিক সংগঠন টিইউসিসি’র রাজ্য সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী, We are The Common People এর সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত, রোজগার সৃজন কেন্দ্রর সংযোজক স্বস্তিক শর্মা প্রমুখ।We are The Common People এর সম্পাদক শুভজিৎ দত্তগুপ্ত জানান,বাইরের কোনও সাহায্য না পেলেও এলাকার মানুষের সহযোগিতা নিয়ে ৪২ বছর একটানা পরিষেবা প্রদান করে ইস্ট ক্যালকাটা চাইল্ড হেলথ এন্ড ওয়েলফেয়ার অর্গানিজেশন যে দৃষ্টান্ত তৈরি করেছে সেটা সত্যিই বিরল।রাজ্যের সংখ্যালঘু সমাজকে নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা নানান আশ্বাস দিলেও বাস্তবের মাটিতে তার অর্ধেক কাজও হয়নি।