সজল দাশগুপ্ত, শিলিগুড়ি: এক দিবসীয় বিশ্বকাপ আসন্ন, তার আগে রীতিমত চমক দিল নেদারল্যান্ড। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ কে সুপার ওভারে হারিয়ে দিল তারা। ওয়েস্ট ইন্ডিজের এই হারের কারণে বিশ্বকাপে যাওয়ার রাস্তা আরো কঠিন হয়ে দাঁড়ালো। সুপার সিক্স এ ওয়েস্ট ইন্ডিজ কোন পয়েন্ট ছাড়াই উঠলো। তৃতীয় স্থানে শেষ করল তারা। তারা যথাক্রমে জিম্বাবয়ে ও নিউজিল্যান্ড উভয় দলের কাছেই হেরেছে।
প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। কিং করেন ৭৬ রান, অপরদিকে জনসন চার্লস করেন ৫৪ রান। এরপরে বিধ্বংসী ইনিংস খেলেন পুরান ৬৫ বলে ১০৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। শেষ পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ করে ৩৭৪ রান ৬ উইকেটে। এরপর যোগ্য জবাব দেয় নেদারল্যান্ড। খেলা সুপার ওভার পর্যন্ত গড়ায়। জেসন হোল্ডারের শেষ ওভারে ৩০ রান করে জিতিয়ে দেন ভ্যান বিক, তিনি ম্যাচের সেরা নির্বাচিত হন।