নিজস্ব সংবাদদাতা,গুড়াপ : গতকাল বুধবার ভোর সাড়ে তিনটে।একটি লরির ড্রাইভার ক্লান্ত হয়ে দুর্গাপুর এক্সপ্রেসওয়ের ধারে বসিপুরে একটি ধাবায় তার লরিটিকে থামায় । কিছুক্ষনের মধ্যে চারজন দুষ্কৃতী হাতে অস্ত্র নিয়ে ওই লরির ড্রাইভারকে ঘিরে ফেলে এবং তার কাছে থাকা আড়াই লক্ষ টাকা ছিনতাই করে ।অন্ধকারের সুযোগ নিয়ে তারা মাঠ ধরে পালিয়ে যায়।এরপর ড্রাইভারটি পার্শ্ববর্তী ধাবার মালিক ছোট্টুর মাধ্যমে গুড়াপ থানার সাথে যোগাযোগ করে ঘটনাটি জানায়। কিছুক্ষণের মধ্যেই গুড়াপ থানার পুলিশের টহলদারি গাড়ি ঘটনাস্থলে ছুটে আসে। ড্রাইভারটিকে জিজ্ঞাসাবাদ করে দুষ্কৃতকারীদের বিবরণ জানতে থাকে।তাদের পালিয়ে যাওয়ার পথ ধরে পার্শ্ববর্তী জায়গায় দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাতে আরম্ভ করে। প্রায় দীর্ঘক্ষণ অনুসন্ধান ও তল্লাশি চালানোর পর নিকটবর্তী শংকরপুর গ্রামের ঝোপ থেকে দুই দুষ্কৃতীকে পাকড়াও করে এবং তাদের কাছ থেকে লুট করা এক লক্ষ একাত্তর হাজার টাকা উদ্ধার করে। ইতিমধ্যেই কাছাকাছি গ্রামের মানুষজন,চাষীরা ওখানে এসে উপস্থিত হয়।তারাও পুলিশকে তল্লাশি অভিযানে সক্রিয়ভাবে সহযোগিতা করে। গুড়াপ থানার পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে এবং বিচক্ষণতার পরিচয় দিয়ে লুট হওয়া আড়াই লক্ষ টাকার মধ্যে ১ লক্ষ ৭১ হাজার টাকা উদ্ধার করে।গ্রামবাসীরা পুলিশের এই তৎপরতায় অত্যন্ত খুশি হয়।পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া এই দুই দুষ্কৃতী দাগি আসামি এবং তাদের হুগলির বিভিন্ন থানায় অপরাধের রেকর্ড আছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ধৃতদের বাড়ি ডানকুনি এবং হাওড়া এলাকায় বলে জানা গেছে।ধৃত দুই দুষ্কৃতীকে আজ চুঁচুড়া আদালতে তোলা হবে।আইনি প্রক্রিয়া মেনে খুব শীঘ্রই লরি ড্রাইভারকেকে উদ্ধারকৃত টাকা ফেরত দেওয়া হবে বলে থানা সূত্রে জানা গেছে।বাকি দুই আসামির খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে গুড়াপ থানার পুলিশ।