নিয়োগ দুর্নীতি মামলায় ২০১৬ সালের সমস্ত নিয়োগ বাতিল করল কলকাতা হাইকোর্ট।২৫ হাজার ৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দিল আদালত। এদিনের ঐতিহাসিক রায়ে গ্রুপ সি, গ্রুপ ডি,নবম-দ্বাদশের ২০১৬ সালের প্যানেল বাতিলের নির্দেশ দিল আদালত।অবৈধভাবে চাকরি প্রাপকদের ৪ সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে বেতন। নিয়োগ দুর্নীতির তদন্ত করবে সিবিআই।যাকে প্রয়োজন তাকেই হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই, নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।একই সঙ্গে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতেও এসএসসিকে নির্দেশ দিয়েছে আদালত।এর জন্য ২৩ লক্ষ পরীক্ষার্থীর ওএমআর শীট পুনর্মূল্যায়ন করার নির্দেশ দিয়েছে আদালত। আজকের এই রায়ের ফলে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় গুলিকেই মান্যতা দিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।এই রায়ের ফলে ভোটের মধ্যে নিয়োগ দুর্নীতি নিয়ে বড় ধাক্কা খেল রাজ্য,এ কথা বলাই বাহুল্য।