বাঁকুড়া জেলার ইন্দাস থানার মান্দড়া গ্ৰামে প্রথমবারের সাহিত্য সভা অনুষ্ঠিত হল রবিবার ২১ এপ্রিল।মান্দড়া দক্ষিণ পাড়া নেতাজী বাণী মন্দির ক্লাব প্রাঙ্গণে অনুষ্ঠিত সারাদিন ব্যাপী এই মহতী কবিতা পাঠের আসরে গরমের প্রচন্ড দাবদাহ সহ্য করেও বহু সংস্কৃতি প্রেমী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সকল গ্ৰামবাসীদের পক্ষে অনুষ্ঠানের আয়োজনে ছিল ব্যাপকতা। ঐকান্তিক আপ্যায়নে ছিল আন্তরিকতা, যার পুরোধা ব্যক্তিত্ব হলেন আহ্বায়ক কবি রামপ্রসাদ মাঝি এবং একই সঙ্গে ঘরোয়া আপ্যায়নে ঈশানি সেন। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন শিক্ষক ক্ষেত্রনাথ নন্দী। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এতদ অঞ্চলের (দক্ষিণ দামোদর অঞ্চলের) বিশিষ্ট সমাজসেবী শ্যামসুন্দর সেন। এছাড়া মঞ্চাসীন গুণীজন হলেন সুভাষ বসু, দিলীপ সেন, হাজ্বী কুতুব উদ্দিন, প্রসেনজিৎ সরকার, আকবর আলি, উদয় রায়, প্রমুখ। প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় মঞ্চাসীন গুণীজনদের হাত ধরে। ছোট খাটো দু-একটা ত্রুটি ধরা পড়লেও প্রথমবারের সাহিত্য সভা গরমের প্রচন্ড আবহেও যথেষ্ট সাড়া ফেলে ছিল, উপস্থিত প্রায় অর্ধশতাধিক কবি এবং ততোধিক সংস্কৃতি প্রেমী মানুষের উপস্থিতি সেই কথাই বলে। কার্যকরি সভাপতি উদয় রায়, আহ্বায়ক রামপ্রসাদ মাঝি এবং ঈশানি সেন সহ গ্ৰামবাসীদের উপস্থিতিতে কল্পনা রায়, সবিতা গোস্বামী, কৃষ্ণা গাঙ্গুলী,ইতু প্রামানিক, সন্ধ্যা কুন্ডু, অন্বেষা মাঝি, স্নিগ্ধা ঘোষ সরকার,বজলুর রহমান মন্ডল,সেখ মহম্মদুল হক, সেখ নাসিবুল আলি, মোমিনুল ইসলাম, সেখ মালেক জান, জিকরিয়া মন্ডল, তাপস ভূষণ সেনগুপ্ত, স্বপন কুমার মন্ডল, শৈল নন্দী, শ্যামা প্রসাদ চৌধুরী, সুফি রফিক উল ইসলাম, চৈত্র কুমার প্রামানিক, রথীন পার্থ মন্ডল,দুর্গাপদ রায়, ফজলুল হক, কিশোর ব্যানার্জী, বিকাশ যশ,তরুণ কান্তি রায়, শৈল কুমার ঘোষ, বলাই চ্যাটার্জী, শুভেন্দু ঘোষ প্রমুখ উপস্থিত ছিলেন।অনুষ্ঠান মঞ্চে প্রতিভা সন্মাননা প্রদান করা হয় বেশ কয়েক জন গুণী ব্যক্তিত্ব কে। শ্যাম সুন্দর সেন, হাজ্বী কুতুব উদ্দিন, প্রসেনজিৎ সরকার,কল্পনা রায়, সেখ মহম্মদুল হক, সেখ মালেক জান, আকবর আলি, সুফি রফিক উল ইসলাম প্রমুখ তাঁদের মধ্যে অন্যতম।সমগ্ৰ অনুষ্ঠান টি সঞ্চালনায় ছিলেন বিশিষ্ট সঞ্চালক সেখ জাহাঙ্গীর।