ইসরাইল মল্লিক — হুগলিতে তৃণমূল-বিজেপি জোর টক্কর।মুখোমুখি দুই অভিনেত্রী। রচনা বনাম লকেট।ভোট যুদ্ধে সম্মুখ সমরে টলিউডের জনপ্রিয় দুই অভিনেত্রী রচনা ব্যানার্জি ও লকেট চ্যাটার্জি।লকেট চ্যাটার্জি বর্তমানে হুগলির বিজেপি সাংসদ। লকেটের বিরুদ্ধে বড় অভিযোগ,গত পাঁচ বছরে এলাকায় তাকে সেভাবে দেখা যায় নি।সাংসদ কোটায় উন্নয়নও চোখে পড়ার মতো নয়।এছাড়াও হুগলিতে লকেটকে প্রার্থী করা নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের অনেকের মধ্যেই আছে চাপা ক্ষোভ।ক্রমশ তার বহিঃপ্রকাশও ঘটছে।চুঁচুড়া,চন্দননগর সহ হুগলির বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই লকেটের বিরুদ্ধে পড়েছে পোস্টার।অপরদিকে,রচনা ব্যানার্জি রাজনীতিতে নবাগত হলেও জনপ্রিয় টিভি সিরিয়ালের দৌলতে মা বোনেদের কাছে অত্যন্ত পরিচিত মুখ।হুগলি কেন্দ্রে নিজের পরিচয় তুলে ধরতে রচনা ব্যানার্জিকে নতুন করে আর কোনো রচনা লিখতে হবে না।কিন্তু লকেট চ্যাটার্জিকে নতুন করে আবার প্রমাণ করতে হবে তিনি তাদেরই লোক।তাদের কাছের মানুষ,কাজের মানুষ।তাছাড়া হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভাও তৃণমূলের দখলে। সাংগঠনিক দিক থেকেও হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা এলাকায় তৃণমূল খুব মজবুত।সেদিক দিয়ে দেখলে বলা যায়,সাংগঠনিক দিক থেকে হুগলির সাতটি বিধানসভাতেই পিছিয়ে বিজেপি। রচনার টিম তৈরি কিন্তু লকেটকে নতুন করে টিম তৈরি করতে হচ্ছে।এছাড়াও বিজেপির সবচেয়ে বড় অভাব হচ্ছে ‘মুখ’।বুথ স্তরে কর্মীর বড় অভাব। ভালো কোনো মুখ নেই।স্বভাবতই রচনা বনাম লকেটের লড়াই যে খুব জোরালো হবে তা আর বলার অপেক্ষা রাখে না।সামগ্রিক পরিস্থিতি বিচার করে বলা যায়,এই মুহূর্তে হুগলি কেন্দ্রে তৃণমূল অনেকটাই এগিয়ে। হারানো আসন পুনরুদ্ধারের জন্য মরিয়া তৃণমূল।’হেরো’ তকমা ঝেড়ে ফেলতে হুগলি কেন্দ্রে ভোট যুদ্ধে সর্ব শক্তি দিয়ে ঝাঁপাচ্ছে তৃণমূল।অন্য দিকে লকেট এখন ঘর গোছাতেই ব্যস্ত।লকেট কি পারবে রচনাকে টেক্কা দিয়ে হুগলি কেন্দ্রে পুনরায় জয়লাভ করতে,এটাই এখন লাখ টাকার প্রশ্ন।