পঞ্চায়েত ভোটের প্রাক্কালে দলীয় পদ থেকে ইস্তফা দিলেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী ! “রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়”, বিধায়কের বিস্ফোরক ফেসবুক পোস্ট ঘিরে আলোড়ন রাজনৈতিক মহলে। বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী তাঁর ফেসবুক পোস্টে লিখেছেন,
“প্রিয় বলাগড়বাসী জনগন ও জেলা সহ তৃনমুল কংগ্রেস নেতৃত্বকে এই পোষ্টের মাধ্যমে জানাই,
আমাকে দল দুটি পদ প্রদান করেছিল
(1) 2023 পঞ্চায়েত নির্বাচন কমিটির সদস্য, হুগলী জেলা ( জোনাল 6)
( 2 ) সাধারন সম্পাদক পশ্চিম বঙ্গ রাজ্য তৃনমুল কংগ্রেস কমিটি,
উক্ত দুটি দলীয় পদ থেকে ব্যক্তিগত কারনে পদত্যাগ করলাম।
বিধায়ক পদ থেকেও ইস্তফা দেবার ইচ্ছা ছিল কিন্তু যে হেতু আগে আমি একটি চাকরি করতাম, নির্বাচনে দাঁড়াবার জন্য সেটি ছাড়তে হয়েছিল! দু বছরের অধিক সময় হয়ে গেল পঞ্চাশ বার ছোটাছুটি করেও যার পেনশন ও গ্রাচুইটির কিছু পাইনি, তাই এই মুহূর্তে বিধায়ক পদ ছাড়তে পারছি না। তা হলে খাবো কী?
যেদিন পেনশন পেতে আরম্ভ করবো এই পদ থেকেও সরে দাঁড়াব। এতদিনে বুঝতে পেরেছি এই রাজনীতি আমার মতো মানুষের জন্য নয়।”