নিজস্ব সংবাদদাতা, জামালপুর : স্কুলে নেই কোনো সীমানা প্রাচীর। স্কুল চলাকালীন সময়েও স্কুল চত্বরে ঘোরাঘুরি করছে কুকুর ! স্কুলের পাশের রাস্তা দিয়ে দ্রুত গতিতে ছুটে চলেছে ট্রাক্টর সহ অন্যান্য যানবাহন।যেকোনও সময় ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে সীমানা প্রাচীরের আবেদন জানিয়ে বার বার প্রশাসনিক দপ্তরে দরবার করলেও নির্বিকার প্রশাসন,অভিযোগ।পঞ্চাশ বছরেরও বেশি পুরনো পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের বাদলপুর প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান ছবি ঠিক এই রকম।যদিও শিক্ষার অধিকার আইন,২০০৯ অনুযায়ী প্রতিটি স্কুলে সীমানা প্রাচীর থাকা বাধ্যতামূলক। কিন্তু কোনো অজ্ঞাত কারণে বাদলপুর প্রাথমিক বিদ্যালয়ে এখনও পর্যন্ত দেওয়া হয় নি সীমানা প্রাচীর।স্কুল চত্বরের মধ্যে দিয়েই যাতায়াত করছে মানুষজন।ছাত্র ছাত্রীদের নিরাপত্তার কথা ভেবে অতি সত্বর স্কুলের সীমানা প্রাচীর নির্মাণের উদ্যোগ গ্রহণ করুক প্রশাসন,চাইছেন এলাকাবাসী সহ স্কুলের শিক্ষক-শিক্ষিকারা।