খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

বসিরহাটের মল্লিকপুরে নির্বাচনী জনসভায় তৃণমূল বিজেপিকে বিজেমূল বলে কটাক্ষ করলেন নওসাদ সিদ্দিকী

বসিরহাট লোকসভা কেন্দ্রের আইএসএফ প্রার্থী আক্তার রহমান বিশ্বাসের সমর্থনে বসিরহাটের মল্লিকপুরে নির্বাচনী জনসভায় তৃণমূল ও বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদ্দিকী। তিনি বলেন,”বিগত পঞ্চায়েত নির্বাচনে যারা সন্ত্রাস করে আমাদের কর্মীদের দমাতে চেয়েছিল, তাদের যোগ্য জবাব আসন্ন নির্বাচনে দিতে হবে। এই নির্বাচনে তাদের ভোট লুঠ করতে দেওয়া কিছুতেই যাবে না।” তিনি বলেন, নানান ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আইএসএফ এগোচ্ছে। গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে,রুটি-রুজির লড়াইয়ে সবসময় সামনের সারিতে আছে দল। এজন্য নানানভাবে দলের বিরুদ্ধে কুৎসা-অপপ্রচার চলছে। কিন্তু কোন প্ররোচনায় পা না দিয়ে চুপচাপ খামে ছাপ দিয়ে সংসদের মধ্যে জনগণের প্রতিনিধিকে পাঠানোর ব্যবস্থা করার জন্য তিনি মানুষের কাছে আহ্বান জানান। তিনি এই কেন্দ্রের বিগত সাংসদকে ‘অপদার্থ ও দায়িত্বজ্ঞানহীন’ বলে অভিহিত করে বলেন, জবাব দেবার সময় এসেছে। জনগনের জ্বলন্ত সমস্যা নিয়ে যারা সংসদে নীরব থেকেছে, তাদের পরাস্ত করতে হবে। এই জনসভায় প্রার্থী আক্তার রহমান বিশ্বাস ছাড়াও উপস্থিত ছিলেন কুতুবুদ্দিন ফাতেহী, মুসা কারিমুল্লাহ সহ অন্যান‌্য আইএসএফ নেতৃবৃন্দ। এখানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১০০ জন কর্মী আজ আইএসএফে যোগদান করেন বলে জানা গেছে।এছাড়াও আজ সন্ধ্যায় বারাসাতের কদম্বগাছিতে দলীয় প্রার্থী তাপস ব্যানার্জির সমর্থনে আরো একটি নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন আইএসএফ চেয়ারম্যান নওসাদ সিদ্দিকী।তিনি বলেন, যারা ভাবছেন তৃণমূল কংগ্রেসের তোলাবাজের হাত থেকে বিজেপিকে ভোট দেবেন তারা মারাত্মক ভুল করছেন। কেননা দিনের শেষে এরা সবাই বিজেমূল। এই দুই দল একই জায়গা থেকে প্রশিক্ষণ নিয়েছে। কে কখন কোন দলে আছেন বোঝা খুব কঠিন। আসলে দুজনই বাইনারি রাজনীতির মাধ‌্যমে ক্ষমতায় টিকে থাকতে চাই। তাই এদের পরাজিত করে দলিত-আদিবাসী-সংখ্যালঘু তথা সমস্ত পিছড়ে বর্গের আশ্রয়স্থল আইএসএফকে জেতানোর আহ্বান জানান নওসাদ সিদ্দিকী।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • November 22, 2024

ছবি আঁকায় রাজ্যে দ্বিতীয় বাঁকুড়ার অণ্বেষা

author-avatar
  • November 22, 2024

ছেলের দুটো কিডনিই নষ্ট,ছেলেকে বাঁচাতে রাজ্য সরকারের কাছে হাতজোড় করে কাতর আর্জি অসহায় বাবার

author-avatar
  • November 22, 2024

ট্যাব কান্ডে বিহারের এক প্রতারককে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ।ধৃতের নাম রবীন্দ্র প্রসাদ সিংহ।তাকে শিলিগুড়ি থেকে গ্রেফতার করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ।

author-avatar
  • November 22, 2024

লক্ষ্মীর ভান্ডারের টাকা দু’হাজার করার দাবিতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে চিঠি দিলেন পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো।

author-avatar
  • November 22, 2024

দলের মহিলা গ্রাম পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনায় গ্রেফতার মানিকচকের দক্ষিণ চন্ডীপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান শক্তি মন্ডল।