উইকেন্ডে আবহাওয়ার পরিবর্তন। রবিবার ৫ মে থেকে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের উপকূলের জেলায় ৷ আগামী সোমবার, অর্থাৎ ৬ তারিখ দক্ষিণবঙ্গ জুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস ৷ রবিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের ছয় জেলায়। পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূম জেলাতে বৃষ্টি হতে পারে। সঙ্গে বইবে দমকা ঝোড়ো বাতাস। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷
কলকাতায় গত ৭০ বছরের তাপমাত্রার রেকর্ড এপ্রিল মাসে ! গতকাল, ৩০ এপ্রিল কলকাতার পারদ ছিল ৪৩ ডিগ্রি সেলসিয়াস। ১৯৫৪ সালের ২৫ এপ্রিল কলকাতায় ৪৩.৩ ডিগ্রি সেলসিয়াস পারদ উঠেছিল।
৪ মে পর্যন্ত এই দাবদাহ চলবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা। দাবদাহে জ্বলছে দক্ষিণবঙ্গ। বাদ যাচ্ছে না উত্তরবঙ্গও। পাহাড় ও সংলগ্ন পাঁচ জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা। ২ মে-র পর তাপমাত্রা কমবে উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের সব জেলায় আরও পাঁচ দিন চলবে তাপপ্রবাহ।
অতি তীব্র তাপপ্রবাহের চরম সতর্কবার্তা দক্ষিণবঙ্গের ৮ জেলায়। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পুরুলিয়া ও বাঁকুড়া- এই আট জেলায় অতি তীব্র তাপপ্রবাহ চলবে। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ও উত্তর ২৪ পরগনা-তেও চরম তাপপ্রবাহের পূর্বাভাস। বেশিরভাগ জেলায় ‘লু’ বইবে।আগামী চার দিনে তাপমাত্রার কোনও উল্লেখযোগ্য পরিবর্তন নেই।