ধনেখালিতে দিনভর দাপিয়ে বেড়ালেন হুগলির বিজেপি প্রার্থী লকেট চ্যাটার্জি। অভিযোগ আর পাল্টা অভিযোগে সরগরম ধনেখালি। লকেটের অভিযোগ,ভোটার সহায়তা কেন্দ্রের নাম করে আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের দিয়ে ভোটারদের প্রভাবিত করছে তৃণমূল।যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।তৃণমূলের অভিযোগ,নির্বাচন কমিশনের ভোটার সহায়তা কেন্দ্রের মহিলাদের অপমান করেছে লকেট। তৃণমূলের আরও অভিযোগ,মিথ্যা নাটক করে শান্ত ধনেখালিকে অশান্ত করতে চাইছে লকেট। ধনেখালির সিতি পলাশী বুথের ভোট সহায়তা কেন্দ্র থেকে বিএলও’র দায়িত্বপ্রাপ্ত এক আশা কর্মীকে বের করে দেওয়ার অভিযোগ লকেটের বিরুদ্ধে।নিয়ে নেওয়া হয়েছে তার মোবাইল ফোন,অভিযোগ।রাজ্য পুলিশকে বুথ থেকে বের করে দেওয়ারও অভিযোগ উঠেছে লকেটের বিরুদ্ধে।ধনেখালির বিধায়ক অসীমা পাত্রের অভিযোগ,দশঘরায় তৃণমূলের বুথ এজেন্টকে মারধর করেছে লকেট। অসীমা পাত্রের আরও অভিযোগ,ধনেখালির মুইদিপুর ১০৭ নং বুথে তৃণমূলের বুথ ক্যাম্প ভাঙচুর করেছে লকেট।ভোটারদেরও ধমক ও হুমকি দেওয়ার অভিযোগ লকেটের বিরুদ্ধে। লকেটের এই ‘দিদিগিরি’র বিরুদ্ধে সরব হন এলাকার বাসিন্দারা।প্রবল বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা।লকেট চ্যাটার্জিকে ঘিরে দিতে থাকেন গো ব্যাক স্লোগান। লকেট চ্যাটার্জির সঙ্গে তীব্র বাদানুবাদে জড়িয়ে পড়েন অসীমা পাত্র।দু’জনেই দিতে থাকেন চোর চোর স্লোগান। প্রবল উত্তেজনা সৃষ্টি হয় এলাকায়।বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।