সজল দাশগুপ্ত
অবশেষে আবারো দেশের জার্সি পড়ে খেলতে দেখা যাবে রিশব পন্থকে। দীর্ঘদিনের অপেক্ষার অবসানের পর আবারো ব্যাট হাতে দেশের হয়ে নামবেন তিনি। ১৬ মাস আগে গুরুতর সড়ক দুর্ঘটনায় আহত হয়ে যান। ক্রিকেট মাঠে ফেরা প্রায় ফেরা অনিশ্চিত হয়ে পড়ে। তবে মনের জোর ও অদম্য লড়াইকে সম্বল করে আইপিএলের প্রেক্ষাপটে তাকে দেখা যায়। দুর্দান্ত একটি সিজন গেল তার। অসাধারণ কামব্যাকে মুগ্ধ ক্রিকেট প্রেমীরা। আইপিএলে তার শরীরে ভাষা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে, ক্রিকেটের প্রতি তার ভালোবাসা রয়েছে অগাধ। দীর্ঘদিন পর মাঠে ফেরার পরেও ছন্দ রয়েছে তার ক্রিকেটে। আগামী জুন মাসে দুই তারিখ থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের মহাযুদ্ধ। এবার আমেরিকা ও ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে এই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর অনুষ্ঠিত করতে চলেছে। ভারত ইতিমধ্যে পৌঁছে গেছে মার্কিন মুলকে। অনুশীলন পর্ব চলছে। আগামীকাল বাংলাদেশের বিরুদ্ধে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলতে নামবে ভারত। নিজের খেলার ব্যাপারে আশাবাদী পন্থ। পন্থের ব্যাট গর্জে উঠলে ভারতের পক্ষে ফলপ্রসু হবে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সাফল্য অনেকখানি তার ব্যাটের উপর নির্ভর করছে।