খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে জামালপুরে পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানি

নিজস্ব প্রতিবেদন – বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে দ্বিতীয় বার জামালপুরে এলেন পূর্ব বর্ধমানের জেলা শাসক আয়েশা রানি।তিনি আজ জামালপুর ব্লকের জোতশ্রীরাম গ্রাম পঞ্চায়েতের কোড়া ও শিয়ালি গ্রামে যান,বাড়ি বাড়ি গিয়ে গ্রামের মানুষের সাথে কথা বলেন এবং ঘরবাড়ির অবস্থা খতিয়ে দেখেন। বন্যা বিধ্বস্ত কোড়া ও শিয়ালি গ্রামের মানুষদের হাতে ত্রাণ হিসাবে তুলে দেন চাল, আলু, মুড়ি, তেল ,হলুদ, নুন, লঙ্কা, বিস্কুট সহ নিত্য প্রয়োজনীয় জিনিস।এরই সঙ্গে দেন শাড়ি, চুড়িদার, বাচ্চাদের জামা, প্যান্ট, ফ্রক। বাচ্চাদের চকলেট,বিস্কুট ও চিঁড়েভাজার প্যাকেটও দেন। তাঁর সাথে ছিলেন অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন)অমিয় দাস, জামালপুরের বিধায়ক অলোক কুমার মাঝি, সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান, জামালপুরের বিডিও পার্থ সারথী দে, জামালপুর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খাঁন,পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক প্রমুখ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জেলা শাসক জানান, তিনি দায়িত্ব নেবার পর আজ দ্বিতীয়বার এলেন জামালপুরে।প্রথম দিন তিনি এসেছিলেন জাড়গ্রাম অঞ্চলের সাজামালতলায়।আর আজ এলেন জোতশ্রীরাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামে।তিনি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন এবং প্রয়োজনীয় ত্রাণও তুলে দেন বন্যা বিধ্বস্ত অসহায় মানুষগুলোর হাতে।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest