খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেকে ভিআইপি জাহির করতে গাড়িতে নীল বাতি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন ধনেখালি সহ হুগলির অধিকাংশ বিডিও !

নিজস্ব প্রতিবেদন – ধনেখালি সহ হুগলির অধিকাংশ বিডিও সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে নিজেকে ভিআইপি জাহির করতে গাড়িতে নীল বাতি লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ।রাজ্যের কোনও বিডিও’র গাড়িতে নীল বাতি লাগিয়ে ঘোরার অনুমতি না থাকলেও নিজেকে ভিআইপি জাহির করতে ধনেখালি সহ হুগলির অধিকাংশ বিডিও গাড়িতে নীল বাতি লাগিয়ে দেদার ঘুরে বেড়াচ্ছেন।সব দেখে শুনেও চুপ পুলিশ ও প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা। কয়েক বছর আগে লাল-নীল বাতির অপব্যবহার নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্ট ও রাজ্যের হাইকোর্ট।আর তারপরেই লাল,নীল বাতির অপব্যবহার রুখতে কড়া পদক্ষেপ নেয় নবান্ন।কারা গাড়িতে লাল,নীল বাতি ব্যবহার করতে পারবেন সে বিষয়ে জারি করা হয় নির্দেশকা।রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ অন্যান্য মন্ত্রী,প্রতিমন্ত্রী, মুখ্যসচিব,অতিরিক্ত মুখ্যসচিব,প্রধান সচিব,ডিভিশনাল কমিশনার, রাজ্য পুলিশের ডিজি,ডিজি দমকল, পুলিশের আইজি ও ডিআইজি,জেলার পুলিশ সুপার,জেলা শাসক, আয়কর ও শুল্ক দফতরের কমিশনার,মিউনিসিপ্যাল কমিশনার,পুলিশ কমিশনার, অতিরিক্ত পুলিশ কমিশনার, জয়েন্ট পুলিশ কমিশনার,ডেপুটি পুলিশ কমিশনার,পুলিশ পেট্রোল গাড়ি, এসডিও এবং এসডিপিও’রা গাড়িতে নীল বাতি ব্যবহার করতে পারেন।এই তালিকায় কিন্তু বিডিও’দের কথা বলা নেই। গাড়িতে নীল বাতি ব্যবহার করার অধিকার বিডিও’দের দেয়নি রাজ্য সরকার।তা সত্ত্বেও গাড়িতে নীল বাতি লাগিয়ে দেদার ঘুরে বেড়াচ্ছেন ধনেখালি সহ হুগলির অধিকাংশ বিডিও।ধনেখালির বিডিও’র গাড়িতে আবার নীল বাতির পাশাপাশি লাগানো রয়েছে হুটার।সরকারি নির্দেশিকা সম্পর্কে বিডিও’রা কিছুই জানেন না এমনটা নয়।নিজেদের ভিআইপি জাহির করতেই বিডিও’রা সরকারি নির্দেশিকাকে বুড়ো আঙুল দেখিয়ে গাড়িতে নীল বাতি লাগিয়ে দেদার ঘুরে বেড়াচ্ছেন বলে অভিযোগ।আর সব কিছু দেখে শুনেও নির্বিকার পুলিশ প্রশাসন।নীল বাতির অপব্যবহার রুখতে পুলিশ প্রশাসন কেন কোনও পদক্ষেপ গ্রহণ করছে না,এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে সাধারণ মানুষের মধ্যে।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest

Recent Posts

author-avatar
  • May 30, 2025

১৫ দিনের বাছাই করা খবর নিয়ে আজ প্রকাশিত হল খবর_সোজাসুজি পত্রিকার ৩০ মে সংখ্যা(KHABOR SOJASUJI (Vol-2,Issue -24, MAY 30 , 2025)

author-avatar
  • May 2, 2025

মাধ্যমিকে চতুর্থ পূর্ব বর্ধমানের কেতুগ্ৰামের নিরোল হাই স্কুলের ছাত্র মহম্মদ সেলিম, প্রাপ্ত নম্বর – ৬৯২

author-avatar
  • May 2, 2025

শিপতাই মহুলা সতীরঞ্জন বিদ্যামন্দিরে মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর প্রাপক কৌস্তুভ দাস,প্রাপ্ত নম্বর – ৬৪৩,দ্বিতীয় সুপ্রীতি ঘোষ,প্রাপ্ত নম্বর – ৬১৬,তৃতীয় ইরফান হাবিব, প্রাপ্ত নম্বর -৫৯৪

author-avatar
  • May 2, 2025

মাধ্যমিকে প্রথম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের অদ্রিত সরকার,প্রাপ্ত নম্বর ৬৯৬।শতাংশের বিচারে ৯৯.৪৩ শতাংশ।মেধা তালিকায় প্রথম দশে রয়েছে ৬৬ জন।

author-avatar
  • April 30, 2025

২ মে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল।