সাংবাদিকতা
সাংবাদিকতা একটি মহৎ পেশা।ধান্দাবাজদের জন্য এ পেশা নয়।এ পেশায় আসতে চাইলে আপনার শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি পারিবারিক শিক্ষা,মেধা এবং আত্মসম্মান বোধ থাকা আবশ্যক।কারণ সাংবাদিকতা ভিক্ষাবৃত্তি কিংবা কাউকে ব্ল্যাকমেইল করার পেশা নয়।ভয় ভীতি উপেক্ষা করে মানুষের সামনে সত্যটা তুলে ধরাই সাংবাদিকের দায়িত্ব ও কর্তব্য।সাংবাদিকতা করতে হলে আগে এই পেশাটাকে ভালবাসতে শিখুন।আর ভালবাসতে না পারলে সাংবাদিকতা পেশা থেকে দূরে সরে যান।কারণ ভিক্ষে করার অনেক পথ আছে।নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে ধান্দাবাজি করে কিংবা তোলাবাজি করে এই পেশাটাকে হাস্যকর বানাবেন না,অনুরোধ।