লাগাতার বর্ষণ,কালচিনিতে বন্যা , উদ্ধারে নামল সেনা। বন্যা পরিস্থিতি আলিপুরদুয়ার জেলার অন্তর্গত কালচিনিতে। বিগত কিছু দিন ধরে লাগাতার বৃষ্টিপাত ডুয়ার্স জুড়ে , চলছে অবিরাম বর্ষণ। উল্লেখ্য,আবার ভুটান পাহাড়ে প্রবল বৃষ্টি হচ্ছে , পানা নদীর জল বেড়ে গেছে। সেই জল হু হু করে প্রবেশ করছে কালচিনি ব্লকের অন্তর্গত মেচপাড়া চা বাগানে । প্রবল স্রোতের কারণে ভেসে গেছে সংশ্লিষ্ট চা বাগানের বিস্তীর্ণ অংশ। ইতিমধ্যেই জেলা প্রশাসন এলাকাবাসীদের উদ্ধারের ক্ষেত্রে উদ্যোগী হয়েছে। বহু মানুষকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সূত্রে খবর মিলেছে এখনো অনেক মানুষ আটকে পড়ে আছেন। মেচপাড়া চা বাগানের পাকা লাইনে অন্তত পঞ্চাশ জন আটকে রয়েছে বলে খবর মিলেছে।তাদের উদ্ধার করা এখনও সম্ভব হয়ে ওঠেনি । পুরো এলাকাটি নদীর রূপ নিয়েছে। জেলা প্রশাসন সূত্রে খবর মিলেছে,গ্রামবাসীদের উদ্ধার করতে রীতিমত সেনা নামানো হয়েছে।