নামী কোম্পানির জল তোলার মেশিন নকল করে বিক্রয় করার অভিযোগে সিঙ্গুরের বড়া,বোড়াই ও কামারকুন্ডু বাজার এলাকা থেকে ৭ জন ব্যবসায়ীকে গ্রেফতার করল সিঙ্গুর থানার পুলিশ।অভিযুক্তদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রজু করে আজ চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়।বাজেয়াপ্ত করা হয়েছে ৩০টি মেশিন।
পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল একটি নামী সংস্থার পক্ষ থেকে সিঙ্গুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে বলা হয় যে তাদের সংস্থার পণ্য নকল করে কিছু ব্যবসায়ী জল তোলার মেশিন ও অনুসারী যন্ত্রপাতি বিক্রয় করছে। এর পরেই তদন্তে নামে সিঙ্গুর থানার পুলিশ। এবং একাধিক ব্যবসায়ী প্রতিষ্ঠানে পৌঁছে ৩০টি নকল পাম্প মেশিন ও ৩০ টি কন্ট্রোল প্যানেল বাজেয়াপ্ত করে। সেই সাথে প্রতিষ্ঠানের মালিককেও আটক করা হয়।পুলিশি জিজ্ঞাসাবাদে নকল পন্য বিক্রয় সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য না দেওয়ায় আটক ৭ জন ব্যবসায়ীকে গ্ৰেপ্তার করে সিঙ্গুর থানার পুলিশ। যার মধ্যে সিঙ্গুর থানার বড়া বাজার এলাকার ২ জন ব্যবসায়ী, বোড়াই বাজার এলাকার ২জন ব্যবসায়ী এবং কামারকুন্ডুর ৩ জন ব্যবসায়ী আছেন।এই সাত ব্যবসায়ীর প্রত্যেকে তাদের নিজেদের দোকানে নামী সংস্থার নকল পন্য বিক্রয় করছিলেন বলে অভিযোগ।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ৭জন ব্যবসায়ীর বিরুদ্ধে চিটিং ও অপরাধমূলক কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ দায়ের করা হয়েছে। সেই সাথে ১৯৫৭ সালের কপিরাইট আইনের ৬৩ ও ৬৫ নং ধারাতেও মামলা করা হয়েছে। অভিযুক্তদের আজ চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হয়।এই ঘটনায় আর কে কে যুক্ত আছে তাও খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে,এই অভিযুক্ত সাতজনকে পাঁচ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।