খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের স্মৃতিধন্য অবিভক্ত বাংলার প্রথম কৃষি বিদ্যালয়ের মূল ভবন ও ছাত্রাবাস !

নিজস্ব প্রতিনিধি, জামালপুর : দানবীর রায়বাহাদুর মন্মথনাথ পাল ১৯১৪ সালে পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের অমরপুরে প্রতিষ্ঠা করেন অবিভক্ত বাংলার প্রথম কৃষি বিদ্যালয় – অমরপুর বিমলা কৃষি বিদ্যালয়।বিদ্যালয়ের শুভ উদ্বোধন করেছিলেন অবিভক্ত বাংলার তৎকালীন ঢাকার নবাব সেলিমউল্লাহ।একাধিকবার এই বিদ্যালয়ে এসেছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। কিন্তু বর্তমানে অনাদরে অবহেলায় রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে দানবীর রায়বাহাদুর মন্মথনাথ পাল প্রতিষ্ঠিত অবিভক্ত বাংলার প্রথম কৃষি বিদ্যালয়ের মূল ভবন ও ছাত্রাবাস।এলাকাবাসীর দাবি, ঐতিহাসিক নিদর্শন হিসেবে অবিভক্ত বাংলার প্রথম কৃষি বিদ্যালয়ের মূল ভবনটিকে অবিলম্বে সংস্কার করে পূর্বাবস্থায় ফিরিয়ে দেওয়া হোক‌।সংস্কার করা হোক ছাত্রাবাসটিরও। আদিবাসী ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন জায়গাতেই ছাত্রাবাস তৈরি করছে রাজ্য সরকার।আর এখানে তৈরি ছাত্রাবাস রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে।ছাত্রাবাসটিকে সংস্কার করে আদিবাসী ছাত্র ছাত্রীদের ছাত্রাবাস হিসেবে ব্যবহার করার অনুমতি দিক রাজ্য সরকার, চাইছেন এলাকার মানুষজন।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest