জঘন্য পরিষেবা জামালপুর ইলেকট্রিক অফিসের। দিন দিন বিদ্যুৎ বিল বাড়লেও পরিষেবা তলানিতে। প্রায় প্রতিদিনই ঘন্টা খানেক ধরে থাকে লোডশেডিং।আজ আবার সকাল থেকে বিদ্যুৎ নেই মথুরাপুর আদিবাসী পাড়া ও মুসলিম পাড়ার একটা অংশে।এই প্যাচ প্যাচে গরমে নাজেহাল অবস্থা মানুষের।কল দেওয়ার সঙ্গে সঙ্গেই ডকেট ক্লোজ করে দেওয়া হচ্ছে।অফিস কর্মীর ব্যবহারও খুব রুক্ষ।অফিসে ফোন করলে বলা হচ্ছে,এক লাখ কনজ্যুমার।লোক নেই।এর চেয়ে ভালো পরিষেবা আর দিতে পারবো না।দরকার হলে অফিসে এসে কথা বলুন।যেখানে খুশি অভিযোগ জানান।আর ইলেকট্রিক গাড়ির নম্বরে ফোন করলে অনেকের ফোন ব্লক করে দেওয়া হচ্ছে,অভিযোগ।ভাবুন তাহলে, আমরা কোন্ জায়গায় আছি !