আবারও মুখ পুড়ল রাজ্যের।কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর হাইকোর্টের নির্দেশের বিরোধীতা করে সর্বোচ্চ আদালতে গিয়েছিল রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশন। কিন্তু অবাধ ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের লক্ষ্যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশই বহাল রাখল সর্বোচ্চ আদালত।কেন্দ্রীয় বাহিনী দিয়েই রাজ্যে পঞ্চায়েত ভোট, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।”নির্বাচন করানো মানে হিংসার লাইসেন্স নয়।হিংসা কখনও নির্বাচনের সহযোগী হতে পারে না”, তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন সুপ্রিম কোর্টের বিচারপতি নাগরত্ন।