খবর সোজাসুজি’র উদ্যোগে শিপতাই মহুলা সতীরঞ্জন বিদ্যামন্দিরে রবিবার ২৩ মার্চ অনুষ্ঠিত হল বসে আঁকো প্রতিযোগিতা,আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠন।আলোচ্য বিষয় বিষয় ছিল “সাক্ষী পঁচিশ,বইয়ের পাতা,উড়লো যেন ফানুস,বোঝার আগেই,ভাবলি বোঝা,ওরে বহুরূপী মানুষ।” প্রধান অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন শিপতাই মহুলা সতীরঞ্জন বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক কুন্তল চট্টোপাধ্যায়,বিশেষ অতিথি ও আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরামবাগ গার্লস কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড.বাণী প্রসাদ সেন এবং শুধু সুন্দরবন চর্চা’র সম্পাদক জ্যোতিরিন্দ্রনারায়ণ লাহিড়ী।উপস্থিত ছিলেন খবর সোজাসুজি’র সম্পাদক ইসরাইল মল্লিক,খবর সোজাসুজি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য সার্থ কাপাসী,সুব্রত দাস,তাপস নন্দী, সব্যসাচী বিশ্বাস,মিলন মাঝি,সেখ আদু,রাবেয়া খাতুন,গীতিকা কোলে,মহুয়া ঘোষ এবং বিশিষ্ট চিত্র শিল্পী আশীষ চন্দ্র সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খবর সোজাসুজি’র উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য সার্থ কাপাসী।।
