শিলিগুড়িতে বাড়ছে গরম । আজ সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যায়। বিগত দুই দিন ধরে দেখা যাচ্ছে গরম অত্যাধিক হারে বেড়ে গেছে। বাইরে বের হতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে পথ চলতি মানুষদের। আজ বেলা পড়ার সাথে সাথে অত্যাধিক গরম পড়েছিল শহরে। সকাল থেকেই ছিল রাস্তাঘাট ফাঁকা। পথ চলতি মানুষদের সব থেকে বেশি হয়রানি হচ্ছে । অসুবিধার হচ্ছে পথ চলতি ভ্যান ও রিকশা চালকদের। তাদের কথা মাথায় রেখে অভিনব উদ্যোগ নিল একটি স্বেচ্ছাসেবী সংস্থা, আজ দুপুরে স্মাইল ওয়েলফেয়ার অর্গানাইজেশন এর তরফ থেকে প্রচন্ড সূর্যের তাপ থেকে বাঁচবার জন্য হেড আমব্রেলা বিতরণ করা হলো। এদিন দুপুর বারোটার টার সময় এই কর্মসূচি নেওয়া হয়। শিলিগুড়ি বিধান মার্কেটের অটো স্ট্যান্ডের সামনে থেকে সংশ্লিষ্ট স্বেচ্ছাসেবী সংস্থা তরফ থেকে পথ চলতি ভ্যান ও রিক্সা চালকদের হেড আমব্রেলা বিতরণ করা হলো। প্রসঙ্গত এই স্বেচ্ছাসেবী সংস্থাটি মাঝে মাঝেই বিভিন্ন সামাজিক উদ্যোগে সামিল হয়। এদিন এই সংগঠনের সদস্যরা রিকশাচালক ও ভ্যানচালকদের মাথায় হেড আমব্রেলা পরিয়ে দেয়। সংশ্লিষ্ট সংগঠনের এক সদস্য জানান, এদিন ১০০ জনকে হেড আমব্রেলা পড়ানো হল। প্রচন্ড গরমের কারণে যাতে ভ্যান চালক ও রিক্সাচালকদের অসুবিধার মধ্যে পড়তে না হয় সেই জন্য তাদের হেড আমব্রেলা পড়ানো হল বলে তিনি জানান।