খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

মেমারি সহ গ্রামীণ এলাকায় জল সরবরাহ এগিয়ে চলেছে

অরিজিৎ চক্রবর্তী – কেন্দ্রের বঞ্চনা সত্বেও রাজ্য সরকার নিখরচায় গ্রামীণ এলাকায় বাড়ি বাড়ি পানীয় জল সরবরাহ অব্যাহত রেখেছে। এ পর্যন্ত ৯৬ লক্ষ ৪৩ হাজারেরও বেশি গ্রামীণ পরিবারে বিনা খরচে খাবার জল পৌঁছে দেওয়া গেছে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী পুলক রায় জনিয়েছেন, এটি মোট গ্রামীণ জনসংখ্যার ৫৩.৪৩ শতাংশ।বিধানসভায় সম্প্রতি বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, পূর্ব বর্ধমানের মেমারি সহ রাজের অন্য গ্রামীণ এলাকায় গত বছরের জুলাই পর্যন্ত ৭২হাজার ২৩৯টি পরিবারের মধ্যে ৫৪ হাজার ৯৯৬টি বাড়িতে নিখরচায় পানীয় জল পৌঁছে দেওয়া হয়। এজন্য জমির খরচ,বিদ্যুৎ, প্রশাসনিক খরচ সহ অন্যান্য ব্যয় রাজ্য সরকার নিজের তহবিল থেকেই দেয়। শুধুমাত্র প্রকল্প রূপায়নের অর্ধেক খরচ কেন্দ্র বহন করে। মন্ত্রীর অভিযোগ,বিগত আট মাস ধরে কেন্দ্র জল জীবন মিশন খাতে জল সরবরাহ করতে নিজস্ব বাজেট থেকে অতিরিক্ত দেড় হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বাংলার প্রতি এই বঞ্চনার অবসানে তিনি বিরোধীদের এগিয়ে আসতে বলেন। তাঁর বিরোধীদের প্রতি আর্জি, অবিলম্বে কেন্দ্রকে টাকা ছাড়তে বলুন । কারণ জল সকলেরই প্রয়োজন। বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দিতে রাজ্য সরকার ৩হাজার ৭৩৭ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী জানিয়েছে।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest