তন্ময় কবিরাজ, রসুলপুর,মেমারি
আজ প্রকাশিত হল উচ্চ মাধ্যমিকের ফল। পূর্ব বর্ধমান জেলার মেমারির মেঘা মালিক রসুলপুর ভুবনমোহন উচ্চবিদ্যালয় থেকে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় ৪৭৭ নম্বর পেয়ে পাশ করেছে। ছোটোবেলা থেকে অভাবের সঙ্গেই লড়াই করে পড়াশোনা করেছে সে।পাশে পেয়েছে মাকে।তাই মেঘা তার সাফল্য তার মাকেই উৎসর্গ করতে চায়। মেঘাকে এ ব্যাপারে প্রশ্ন করা হলে সে বলে,”আমি আমার সাফল্য আমার পরিবার ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ভাগ করে নিতে চাই।”মেঘা বড় হয়ে অধ্যাপিকা হতে চায়।তার কথায়,”আমি গরীব মানুষদের পাশে দাঁড়াতে চাই,যাতে টাকার অভাবে আমার মতো কাউকে পড়াশোনার জন্য কষ্ট করতে না হয়।”মেঘার এই সাফল্যে পরিবারের সঙ্গে গ্রামের মানুষও খুশিতে মেতে উঠেছে আজ।