দায় সারা কাজ গুড#খবর_সোজাসুজি – ধনেখালি ব্লকের গুড়াপ থানার ভাস্তাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর অভিরামপুরে বিপজ্জনক ভাবে মাটি থেকে মাত্র ২ ফুট উচ্চতায় রাস্তার পাশে বাঁশের খুঁটিতে মিটার লাগিয়ে দেওয়ার অভিযোগ গুড়াপ ইলেকট্রিক অফিসের কর্মীদের বিরুদ্ধে।প্রসঙ্গত উল্লেখ্য, উত্তর অভিরামপুরের ক্ষুদিরাম রায় বাড়ি ভেঙে নতুন করে বাড়ি তৈরি করার কারণে ইলেকট্রিক মিটার স্থানান্তর করার জন্য খবর দেন গুড়াপ ইলেকট্রিক অফিসে।কিন্তু ইলেকট্রিক অফিসের কর্মীরা দায় সারা ভাবে রাস্তার পাশে বাঁশের খুঁটিতে মাটি থেকে মাত্র দু’ফুট উচ্চতায় লাগিয়ে দিয়ে যায় ইলেকট্রিক মিটার।যে কোনো মুহূর্তে তো ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।মাস খানেক ধরে বার বার ইলেকট্রিক অফিসে জানানো সত্ত্বেও কোনো হেলদোল নেই গুড়াপ ইলেকট্রিক অফিসের,অভিযোগ।গুড়াপ ইলেকট্রিক অফিসের কর্মীরা এত দায় সারা ভাবে কাজ করছেন কেন ? গ্রামের মধ্যে যেখানে বাচ্চারা প্রতিদিন খেলা করে সেখানে এভাবে ইলেকট্রিক মিটার লাগানো কতটা যুক্তিযুক্ত ? যদি কোনো অঘটন ঘটে তার দায় কি নেবে বিদ্যুৎ দপ্তর ? উঠছে একাধিক প্রশ্ন।
