খবর সোজাসুজি

চোখে চোখ রেখে কথা বলে !!!
চোখে চোখ রেখে কথা বলে !!!

বেপরোয়া বাইক চালকদের দৌরাত্ম্যে আতঙ্কিত পথ চলতি সাধারণ মানুষজন

নিজস্ব প্রতিবেদন – রাস্তা দিয়ে এখন চলাচল করাই দায়। উৎসবের দিন গুলিতে এক শ্রেণীর বাইক চালক যে গতিতে বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে দেখে মনে হবে যেন বাইক নয়,রাজধানী এক্সপ্রেস চালাচ্ছে।আপনি সতর্ক থাকলেও উপায় নেই,তাল জ্ঞান হারিয়ে রকেট গতিতে যেভাবে গাড়ি চালাচ্ছে যে কোনো সময় আপনাকে এসেই ধাক্কা মারতে পারে। ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা।এদের ভয়ে রাস্তায় উঠতেই এখন ভয় পাচ্ছে সাধারণ মানুষজন।সাধারণ পথ চলতি মানুষের কথা চিন্তা করে রেকলেস ড্রাইভিং আটকাতে পুলিশ প্রশাসনের আরও সতর্ক থাকা প্রয়োজন। বেপরোয়া বাইক চালকদের দৌরাত্ম্যে আতঙ্কিত সাধারণ পথ চলতি মানুষজন।খুব সাবধানে চোখ কান খোলা রেখে রাস্তায় না উঠলে ঘটতে পারে বড়সড় দুর্ঘটনা।তাই সাবধান হোন,খুব সজাগ ভাবে রাস্তা দিয়ে চলাফেরা করুন।নির্দিষ্ট গতিতে বাইক চালান।উৎসব আনন্দ করুন,কিন্তু সর্বদা মনে রাখুন আপনার আনন্দ যেন অন্যের নিরানন্দের কারণ না হয়।ভুলে যাবেন না,আপনার জন্য বাড়িতে কেউ অপেক্ষা করছে।

Share this on social media

Facebook
Twitter
Email
WhatsApp
Telegram
Pinterest