সজল দাশগুপ্ত,
শুরু হয়ে গেল টি-টোয়েন্টি বিশ্বকাপ। এবারে বিশ্বকাপ অনুষ্ঠিত হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। এদিন উদ্বোধনী ম্যাচে প্রথমে মুখোমুখি হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডা। প্রথমে ব্যাট করতে নেমে কানাডা ১৯৪ রানের বিরাট রানের লক্ষ্যমাত্রা তৈরি করে। জিততে হলে করতে হবে ১৯৫ রান, নিঃসন্দেহে বড় টার্গেট। তার ওপর নবাগত মার্কিন যুক্তরাষ্ট্র, সেরকম অভিজ্ঞতা নেই। অনেকেই ভেবেছিলেন এই ম্যাচটি হেরে যাবে তারা। তবে মার্কিনরা বরাবর লড়াকু, সেই লড়াকু মানসিকতাকে অবলম্বন করে চোদ্দ বল বাকি থাকতে ম্যাচটি নিজেদের পকেট বন্দি করে নেয় তারা। ১৭.৪ ওভারে প্রয়োজনীয় ১৯৫ রান তুলে নেয় আমেরিকা। অসাধারণ একটি ইনিংস খেলেন অ্যারন জোন্স। ৯৪ রানের একটি অসাধারণ ইনিংস মনে রাখবে ক্রিকেট প্রমীরা। তার ইনিংস এর উপর ভিত্তি করে ৭ ক্রিকেটে ম্যাচটি জিতে নেয় আমেরিকা।ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন তিনি।